সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?
রাহার প্রথম গান
গোয়ায় অনুষ্ঠিত হওয়া ভারতের ৫৫ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছিলেন রণবীর কাপুর। সেখানে সাক্ষাৎকারে রণবীর জানান তিনি তাঁর মেয়ের জন্য প্রথম যে গানটা বাজিয়েছিলেন সেটা ছিল রাজ কাপুর অভিনীত ১৯৫৯ সালে মুক্তি পাওয়া 'আনাড়ি' ছবির গান 'কিসি কী মুসকুরাহাটো পে হো নিসার'। তিনি বলেন, "আমার ৮০ এর দশকে জন্ম। আমার সবথেকে পছন্দের গান ওটা। তাই রাহাকে ওই গানটি প্রথম শুনিয়েছিলাম। আপনিও যদি গানটি শোনেন বুঝবেন কথাগুলো কী সুন্দর, সহজ, জীবন কীভাবে কাটানো উচিত সেটাই যেন গানের কথায় বলা আছে।"
শ্বশুর-শাশুড়ির সঙ্গে কী করেন ক্যাটরিনা?
বলিউডের নজরকাড়া জুটি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। বিয়ের পর ভিকির পঞ্জাবি পরিবারের আদরের সদস্য হয়ে উঠেছেন ক্যাটরিনা। পারিবারিক পুজো থেকে শুরু করে নিয়ম মেনে করবা চৌথের ব্রতও পালন করেন অভিনেত্রী। শ্বশুর-শাশুড়ির সঙ্গে দারুণ মিষ্টি সম্পর্ক তাঁর। ২৪ নভেম্বর ভিকির বাবা শ্যাম কৌশলেন জন্মদিনে তাঁকে সমাজ মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন ক্যাটরিনা। পূত্রবধূ নয়, কৌশল পরিবারের মেয়ে হয়ে উঠেছেন তিনি তা বোঝাই যাচ্ছে।
সেলিম খানের জন্মদিনে কী বললেন লুলিয়া?
২৪ নভেম্বর সেলিম খান পালন করলেন নিজের ৮৯ তম জন্মদিন। পরিবারের সঙ্গে এদিনটা কাটালেও অনুরাগীদের শুভেচ্ছায় ভেসেছিলেন তিনি। এদিন ছেলে সলমন খানের চর্চিত প্রেমিকা লুলিয়া ভান্তুরও তাঁকে শুভেচ্ছা জানিয়ে সমাজ মাধ্যমে একটি লেখা লেখেন। সঙ্গে জোড়েন সেলিম খানের সঙ্গে এক অদেখা ছবিও। লুলিয়া লেখেন, 'শুভ জন্মদিন আমার দেখা অন্যতম ভাল মানুষ। তোমার জন্যই ভারতকে নিজের বাড়ি মনে হয়। ভগবানের কাছে প্রার্থনা করি, যাতে সবসময় তোমায় সুস্থ রাখে। তুমি অনুপ্রেরণা, খুব ভাল থেকো।'
