২০২৩ সালে মুক্তির পর থেকেই চর্চার কেন্দ্রে ছিল 'অ্যানিম্যাল'। রণবীর কাপুর অভিনীত এই ছবি বক্স অফিসে ঝড় তুললেও বিতর্কের মুখে পড়েন পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা। তবে সেসবকে তোয়াক্কা না করেই ছবির শেষ দৃশ্যে সিক্যুয়েলের ইঙ্গিত দিয়েছিলেন তিনি। আর তারপর থেকেই দর্শকদের মনে প্রশ্ন, 'অ্যানিম্যাল'-এর পরবর্তী পর্ব কি সত্যিই তৈরি হবে? অবশেষে রণবীরের কথাতে মিলল সেই প্রশ্নের উত্তর।

সম্প্রতি এক সাক্ষাৎকারে 'অ্যানিম্যাল'-এর সিক্যুয়েল নিয়ে মুখ খুলেছেন রণবীর। অভিনেতা জানান, 'অ্যানিম্যাল পার্ক' নামে যে সিক্যুয়েলের কথা শোনা যাচ্ছে, তা নিছক গুজব নয়। এই ছবিটি তৈরির পরিকল্পনা বাস্তবেই রয়েছে। যদিও এখনই শুটিং শুরু হচ্ছে না, তবে ভবিষ্যতে ছবিটি দর্শকদের সামনে আসবেই, এমনটাই ইঙ্গিত দিয়েছেন নায়ক। 

রণবীর আরও জানান, 'অ্যানিম্যাল'-এর শুটিংয়ের সময় থেকেই পরিচালকের মাথায় সিক্যুয়েলের ভাবনা ছিল। সেই কারণে ছবির শেষ দৃশ্যে অ্যানিম্যাল পার্ক নামটি দেখানো হয়েছিল। দর্শকদের কৌতূহল বাড়ানোই ছিল সেই ইঙ্গিতের মূল উদ্দেশ্য।

তবে আপাতত সিক্যুয়েলের কাজ শুরু হচ্ছে না। কারণ সন্দীপ এই মুহূর্তে অন্য একটি বড় প্রজেক্ট নিয়ে ব্যস্ত। সেই কাজ শেষ হলেই 'অ্যানিম্যাল'এর সিক্যুয়েলের প্রস্তুতি শুরু হবে বলে জানা যাচ্ছে। তাই শুটিং শুরু হতে এখনও কিছুটা সময় লাগবে।

এই সিক্যুয়েল নিয়ে সবচেয়ে আকর্ষণীয় খবর হল, এখানে রণবীর কাপুরকে নাকি দুটি চরিত্রে দেখা যেতে পারে। শোনা যাচ্ছে, এক চরিত্রে তিনি থাকবেন মূল নায়ক হিসেবে, আর অন্য চরিত্রে এক ভয়ঙ্কর ও অন্ধকার খলনায়কের ভূমিকায়। এই দ্বৈত চরিত্রের বিষয়টি ছবির গল্পে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সিনেপ্রেমীরা। 

উল্লেখ্য,'অ্যানিম্যাল' মুক্তির পর শুধু ব্যবসায়িক সাফল্যই নয়, নানা বিতর্কও তৈরি করেছিল। ছবির হিংসাত্মক দৃশ্য ও চরিত্রের আচরণ নিয়ে আলোচনা কম হয়নি। তবুও দর্শকদের এক বড় অংশ এই ছবির প্রশংসায় পঞ্চমুখ ছিল। সেই জনপ্রিয়তার জেরেই সিক্যুয়েলের দাবি আরও জোরালো হয়েছে।

সব মিলিয়ে বলা যায়, 'অ্যানিম্যাল পার্ক' এখন আর শুধু সম্ভাবনা নয়। রণবীর কাপুরের বক্তব্যে স্পষ্ট, ছবিটি হবেই, শুধু সঠিক সময়ের অপেক্ষা। এবার দেখার, 'অ্যানিম্যাল'-গল্প পরের পর্বে কোন নতুন মোড় নেয়।