রণবীর কাপুর এবার এক আবেগময় যাত্রায় নামছেন। ফিরিয়ে আনতে চলেছেন তাঁর দাদু তথা কিংবদন্তি অভিনেতা-পরিচালক রাজ কাপুর প্রতিষ্ঠিত আইকনিক আর.কে. স্টুডিও। জানা গিয়েছে, এটি কেবল ব্যবসায়িক সিদ্ধান্ত নয়, বরং কাপুর পরিবারের উত্তরাধিকারের প্রতি এক শ্রদ্ধার্ঘ্য। রাজ কাপুরের ঐতিহ্যবাহী ‘আর.কে.’ চিহ্নের সেই চলচ্চিত্র-আত্মাকে বজায় রেখেই রণবীর এবার তৈরি করতে চান নতুন প্রজন্মের সঙ্গে সুর মিলিয়ে চলা আধুনিক ছবি। সোজা কথায়, এবার পরিচালকের আসনে বসতে চলেছেন রণবীর! আর নিজেদের এই পারিবারিক প্রযোজনা সংস্থাতেই তৈরি করতে চান নিজের প্রথম পরিচালিত ছবি।  জোর খবর, ইতিমধ্যেই বেশ কয়েকটি ছবির চিত্রনাট্য চূড়ান্ত হয়েছে, এবং শিগগিরই শুরু হতে চলেছে প্রযোজনার কাজ।

সূত্রের খবর, এই উদ্যোগের মাধ্যমে রণবীর মুম্বইয়ের বুকে আবারও আর.কে. স্টুডিওকে প্রতিষ্ঠা করতে চান এক সৃষ্টিশীল কেন্দ্র হিসেবে, যেখানে থাকবে অফিস, প্রজেকশন থিয়েটার ও সহযোগিতার জন্য খোলা মঞ্চ। এটি তাঁর প্রয়াত পিতা ঋষি কাপুরের স্বপ্নকেও এগিয়ে নিয়ে যাওয়ারও এক প্রয়াস। শুধু তাই নয়, এই উদ্যোগে তাঁর সঙ্গে যুক্ত থাকছেন দীপিকা পাড়ুকোন ও পরিচালক অয়ন মুখার্জির মতো বলিউডের প্রথম সারির অভিনেত্রী এবং পরিচালকও। রণবীরের প্রথম পরিচালনা-প্রচেষ্টা থেকেও আশা করা হচ্ছে, আর.কে. ব্যানারের অধীনে তৈরি হবে নতুন যুগের স্মরণীয় এক যাত্রা।

উল্লেখ্য, রাজ কাপুরের ‘আর.কে. স্টুডিও’, প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৪৮ সালে। এখান থেকেই জন্ম নিয়েছিল ‘বরসাত’ (১৯৪৯), ‘আওয়ারা’ (১৯৫১), ‘মেরা নাম জোকার’ (১৯৭০), ‘ববি’ (১৯৭৩), ‘সত্যম শিবম সুন্দরম’ (১৯৭৮), ‘প্রেমরোগ’ (১৯৮২) ও ‘রাম তেরি গঙ্গা মইলি’ (১৯৮৫)-র মতো কালজয়ী সৃষ্টি। শেষবার ১৯৯৯ সালে ঋষি কাপুরের পরিচালনায় ‘আ অব লওট চলে’ ছবিটি তৈরি হয় এই ব্যানারে। তারপর ধীরে ধীরে চলচ্চিত্রজগৎ সরে যায় শহরের উত্তরপ্রান্তে, আর কিংবদন্তি স্টুডিওটি হারাতে থাকে তার পুরনো জৌলুস।

২০১৭ সালে এক ভয়াবহ দুর্ঘটনায় আর.কে. স্টুডিওতে আগুন লেগে যায়।  ছাই করে দেয় স্টুডিওতে থাকা অমূল্য সব পোশাক, স্মারক ও বলিউডের চলমান ইতিহাস। ক্রমবর্ধমান রক্ষণাবেক্ষণ ব্যয় ও পুনর্নির্মাণের অসুবিধায় অবশেষে কাপুর পরিবার বিক্রি করে দেন স্টুডিওটি। যেন শেষ হয় এক যুগের গল্প।

কিন্তু আজ রণবীরের হাতে সেই ইতিহাস নতুন করে জেগে উঠছে। রাজ, ঋষি, আর রণবীর - এই তিন প্রজন্মের ভালবাসা, পরিশ্রম আর সিনেমার প্রতি শ্রদ্ধা মিলিয়ে আবার আলো জ্বালাতে চলেছে আর.কে.। আর.কে. স্টুডিওজ - ভারতীয় সিনেমার এক সময়ের গৌরবের প্রতীক।