সঞ্জয় লীলা বনশালির ম্যাগনাম ওপাস ‘লাভ অ্যান্ড ওয়ার’ নিয়ে অনুরাগীদের উন্মাদনার শেষ নেই। রণবীর কাপুর, আলিয়া ভাট এবং ভিকি কৌশল—একই ফ্রেমে তিন তারকাকে দেখার অপেক্ষায় প্রহর গুনছে দর্শক। কিন্তু ছবিটির কাজ চলাকালীন স্টুডিওর অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে এক ভিন্ন সুর। শোনা যাচ্ছে, শুটিং সেটে এই তিন তারকার মধ্যে নাকি তৈরি হয়েছে এক ধরণের ঠান্ডা লড়াই, যার প্রভাব পড়ছে ফ্লোরের পরিবেশে।
'সঞ্জু'র পর ভিকি এবং রণবীরকে একসঙ্গে পর্দায় দেখা যাবে। অন্যদিকে, আলিয়া ও রণবীর ব্যক্তিগত জীবনে দম্পতি হলেও পেশাদার ক্ষেত্রে বনশালির সেটে রক্ষণশীলতা বজায় রাখছেন।সূত্রের খবর, ছবির চিত্রনাট্য এবং স্ক্রিন টাইম নিয়ে তিন তারকার মধ্যে সূক্ষ্ম ইগো লড়াই শুরু হয়েছে। যদিও প্রকাশ্যে তাঁরা একে অপরের প্রতি সৌজন্য বজায় রাখছেন, কিন্তু ক্যামেরার পিছনে সম্পর্কের সমীকরণ নাকি বেশ জটিল।
বিশেষ করে ভিকি কৌশল এবং রণবীর কাপুরের মধ্যে এক ধরণের অদৃশ্য প্রতিযোগিতা কাজ করছে বলে গুঞ্জন। এর আগে ‘সঞ্জু’ ছবিতে তাঁদের যুগলবন্দি প্রশংসিত হলেও, এবার বনশালির সেটে পরিস্থিতি ভিন্ন। শোনা যাচ্ছে, বনশালি যেভাবে নিখুঁত কাজ আদায় করে নেন, তাতে শিল্পীদের ওপর মানসিক চাপ বাড়ছে, যা অনেক সময় ব্যক্তিগত মনোমালিন্যের কারণ হয়ে দাঁড়াচ্ছে। এমনকী আলিয়া ভাটকে নিয়ে রণবীর ও ভিকির চরিত্রের যে দ্বন্দ্ব পর্দায় ফুটে ওঠার কথা, তা নাকি বাস্তব জীবনেও কিছুটা অস্বস্তির জন্ম দিচ্ছে।
তবে কি সত্যিই এই তিন বন্ধুর মধ্যে আর আগের মতো ‘লাভ’ অবশিষ্ট নেই, শুধুই 'ওয়ার'? নাকি পুরোটাই ছবির প্রচারের অংশ হিসেবে তৈরি করা জল্পনা?
এদিকে, সম্প্রতি অভিনেতাদের মধ্যে মনোমালিন্যের গুঞ্জন উড়িয়ে দিয়েছেন ছবির এক ঘনিষ্ঠ সূত্র। তাঁর কথায়, “কারওর মধ্যে কোনও ঝামেলা হয়নি। এই ধরনের বড় বাজেটের ছবির শুটিং বেশ দীর্ঘ এবং পরিশ্রমসাধ্য হয়। রণবীর, আলিয়া এবং ভিকি—সবাই ছবিটির প্রতি সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। পরিকল্পনা অনুযায়ী জানুয়ারি মাসের মাঝামাঝি থেকে মার্চের মধ্যে শুটিং শেষ হবে এবং এর পাশাপাশি পোস্ট-প্রডাকশনের কাজও চলতে থাকবে।”
ছবি মুক্তির দিন পিছনের খবরে প্রতিক্রিয়া জানিয়ে ওই সূত্র বলেন, "শুটিং ইউনিট বর্তমানে ছুটিতে রয়েছে। যা আগে থেকেই ঠিক করা ছিল।এই বিরতির সিদ্ধান্ত কয়েক মাস আগেই নেওয়া হয়েছিল। সঞ্জয় লীলা বনশালীর ছবি মানেই তো বিশাল আয়োজন, তাই শুটিংয়ে সামান্য বিরতি দিলেই লোকে সেটাকে কাজ পিছিয়ে যাওয়া বলে ভুল করছে।"
