২০২৫ -এর বড়দিনে মুক্তি পেয়েছে 'লহ গৌরাঙ্গের নাম রে'। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিতে কীর্তন গেয়েছেন অরিজিৎ সিং। 'ক্ষণে গোরাচাঁদ ক্ষণে কালা' গেয়ে আলোড়ন ফেলেছেন। সেই ঘটনার মাস ঘোরার আগেই প্লেব্যাক থেকে অবসর ঘোষণা করলেন অরিজিৎ সিং। কিন্তু কেন? তবে কি 'শ্রীচৈতন্যলীলা' করতে গিয়ে পরমহংসদেবের আশীর্বাদ পেয়ে যেমন বিনোদিনী নাটক থেকে সরে গিয়েছিলেন, তেমনই ঘটল অরিজিৎ সিংয়ের সঙ্গে? তেমনই মনে করছেন এই ছবির পরিচালক রাণা সরকার। 

তিনি এদিন আজকাল ডট ইনকে অরিজিৎ সিংয়ের প্লেব্যাক থেকে স্বেচ্ছাবসর প্রসঙ্গে রাণা বলেন, "কিছু একটা হয়েছে। হয়তো অভিমান থেকে এমন সিদ্ধান্ত। মাসখানেক পর সব ঠিক হয়ে যাবে। এমনিও সামনে ওর ছেলের পরীক্ষা আছে, সেটা নিয়ে ব্যস্ত।" তিনি এদিন আরও বলেন, "ক্ষণে গোরাচাঁদ ক্ষণে কালা গাইতে গিয়ে কৃষ্ণ প্রেমে এমন বিভোর হয়ে গিয়েছ যে সন্ন্যাস নিয়ে নিয়েছে। চৈতন্য হয়েছে।" 

কিন্তু শোনা যাচ্ছে পরিচালনায় মন দিতে চলেছেন বলেই এই সিদ্ধান্ত হয়তো তাঁর। এই বিষয়ে রাণার সাফ জবাব, "একটা ছবি করে ফেলেছে, দুটো ছবি আগে বানিয়েছিল। কিন্তু পরিচালক হলে কি গান গাইবে না? যে পরিচালনা করে সে এডিটও করে, গানও লিখছে।" 

এদিন এই প্রসঙ্গে রাণা সরকার সমাজমাধ্যমে একটি পোস্টও করেছেন। সেখানে তিনি লেখেন, 'কৃষ্ণপ্রেমে বিভোর হয়ে এই চৈতন্য লাভ করেছেন সঙ্গীতের ঈশ্বর? ক্ষণে গোরাচাঁদ ক্ষণে কালা, ফিরে এসো লালা।' 

এদিন অরিজিৎ সিং সমাজমাধ্যমে তাঁর অবসর নেওয়ায় কথা ঘোষণা করে লেখেন, 'হ্যালো। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই শ্রোতা হিসেবে এতগুলো বছর ধরে আমায় এত ভালবাসা দেওয়ার জন্য। আমি আনন্দের সঙ্গে এটা ঘোষণা করছি যে প্লেব্যাক গায়ক হিসেবে আমি আর নতুন কোনও প্রজেক্ট নেব না এখন থেকে। আমি এখানেই ইতি টানলাম। এই সফরটা দুর্দান্ত ছিল।'

এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, 'ফির মহব্বত' গানটি দিয়ে তিনি তাঁর বলিউডে ডেবিউ হলেও, ২০১৩ সালে মুক্তি পাওয়া 'আশিকি ২' ছবির 'তুম হি হো' গানটির হাত ধরে তিনি রাতারাতি তারকা বনে যান। এরপর আর তাঁকে পিছু ফিরে তাকাতে হয়নি। উপহার দিয়েছেন 'অ্যায় দিল হ্যায় মুশকিল', 'আপনা বানালে', 'ভে মাহি', 'গেহরা হুয়া', 'কেশারিয়া', ইত্যাদির মতো একাধিক হিন্দি হিট গান। 'বোঝে না সে বোঝে না', 'কে তুই বল', 'গানে গানে', 'ভালবাসার মরশুম', ইত্যাদির মতো বাংলা গান রয়েছে তাঁর ঝুলিতে।