নিজস্ব সংবাদদাতা: দেব-শুভশ্রী জুটির শেষ ছবি ‘ধূমকেতু’। অন্তত এখনও পর্যন্ত।  কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত মুক্তি না পাওয়া এই ছবির মুক্তি পাওয়ার কথা ছিল ৯ বছর আগে। এ ছবি মুক্তি ঘিরে কিছু আইনি সমস্যা ছিল। প্রযোজক রাণা সরকার একাধিকবার জানিয়েছিলেন, দেব এবং তিনি দু’জনে মিলে সমাধান খোঁজার চেষ্টা করছেন। এ প্রসঙ্গে দেবের তরফেও মন্তব্যেও শোনা গিয়েছিল একই সুর। দেব নিজেই বলেছিলেন, “এই ছবি মুক্তি পেলে তিনি সবচেয়ে বেশি খুশি হবেন।” তবে গত ৯ বছরে এই ছবি ঘিরে একবিন্দু আগ্রহ কমেনি বাংলা ছবিপ্রেমীদের। বরং উত্তরোত্তর তা বেড়েছে। পাল্লা দিয়ে বেড়েছে অপেক্ষা। এবার শেষমেশ সে অপেক্ষার অবসান। চলতি বছরেই স্বাধীনতা দিবসের যাবে মুক্তি পেতে চলেছে ‘ধূমকে’তু।  

 

 

তবে অনুরাগীদের মধ্যে এই ছবিমুক্তির খবরের উত্তেজনার রেশ কাটতে না কাটতেই ফের বোমা ফাটালেন রাণা সরকার। এবং সেই সঙ্গে এক অভূতপূর্ব চ্যালেঞ্জ ছুড়ে দিলেন দর্শককে! খুলেই বলা যাক বিষয়টি। ধূমকেতু-র মুক্তি  দেব-শুভশ্রী অনুরাগীদের কাছে একই সঙ্গে হরষ-বিষাদ। একদিকে, এক দশক পর পর্দায় একসময়ের এই সুপারহিট জুটিকে ফের দেখতে পাওয়ার আনন্দ। অন্যদিকে, সম্ভবত, এই শেষবার তাঁরা হয়ত জুটি বেঁধে পর্দায় আসছেন, তা ভেবে হচ্ছে মনেকেমনও। আর ঠিক এই জায়গাতেই চ্যালেঞ্জটা ছুড়েছেন রাণা। 

 

সমাজমাধ্যমের পাতায় গোটা, গোটা, স্পষ্ট হরফে রাণা সরকার লিখলেন –
“ ‘ধূমকেতু’ বক্স অফিস ৩০ কোটি হলে দেব- শুভশ্রী সিনেমা আবার হবে... 

কথা দিয়েছিলাম ‘খাদান’ ও ‘সন্তান’ সুপারহিট হলে ধূমকেতু মুক্তি পাবে।

আমার দেওয়া কথা আমি রেখেছি, আশা করি এবার আমাকে ভরসা করবে সবাই ।

আমি আবার কথা দিলাম 

আপনারা  চ্যালেঞ্জ নিন” 

 

 


আচ্ছা, দেব-শুভশ্রী ভক্তরা কি শুনছেন?