সংবাদ সংস্থা মুম্বই: রাম গোপাল বর্মা মানেই যেন বিতর্কের সশব্দ বিস্ফোরণ। এবারে বিখ্যাত পরিচালক মণিরত্নমের ব্যাপারে তিনি যে মন্তব্য করেছেন, ইতিমধ্যেই তা কেন্দ্র করে নেটপাড়ায় উঠেছে বিতর্কের সুনামি।

 

দক্ষিণ এবং বলিউড—দুই ইন্ডাস্ট্রির দুই মহারথী পরিচালক -রাম গোপাল ভার্মা ও মণি রত্নম। সম্প্রতি একটি পডকাস্টে বিস্ফোরক মন্তব্য করলেন 'রামু'। সাফ জানিয়ে দিলেন—“ মণি আমার ছবি পছন্দ করে না, আমিও ওরটা করিনা!” 

 

 

মণিরত্নমের বিখ্যাত ছবি ‘নায়কন’-কেও বিশেষ পছন্দ নয় রামুর। জানান, মনিরত্নমের কোনও ছবি অথবা তাঁর কাজ করার ধরনের প্রভাব তাঁর কাজে পড়েনি। বরং প্রভাব এসেছে কে. বালাচন্দরের কাজ থেকে। রাম গোপাল বর্মার কথায়- “ওর ছবিতে আমার কিছুই শেখার নেই, আমি শিখেছি বালাচন্দরের কাছে। আজও ওঁর ফিল্মের কাট বা সংলাপ আমার মতোই।”

 

 

‘গায়াম’, ‘থিরুদা থিরুদা’ ও ‘দিল সে’-তে একসঙ্গে কাজ করলেও, দু’জনই আলাদা আলাদা পথেই হাঁটতে চান। “আমরা একে অপরকে ব্যক্তি হিসেবে পছন্দ করি ঠিকই, কিন্তু কেউ কারও কথা শুনিনি, তাই নিজেদের মতো সিনেমা বানিয়েছি। আর আমার মনে হয়, আমাদের পর্যায়ের দু'জন ক্রিয়েটিভ মানুষ একে অন্যের কথা শুনে চলতেও পারবে না...তাই আমাদের একসঙ্গে কাজ করাটাও প্রায় অসম্ভব।”

 

 উল্লেখ্য, মণিরত্নমের 'ঠাগ লাইফ' কমল হাসন, তৃষা, আলি ফজলদের নিয়ে তৈরি হলেও বিশ্বব্যাপী আয় মাত্র ৯৭.২৫ কোটি টাকা। ছবি দেখেও হতাশ দর্শক। অন্যদিকে, রামু 'সিন্ডিকেট' নিয়ে আসছে! নিজের “সিনেমার সব পাপ ধুয়ে ফেলবে” এই প্রতিশ্রুতি দিয়ে তিনি আনছেন এ ছবি। ‘সিন্ডিকেট’ আদতে এক ভয়ানক সংস্থার গল্প, যারা ভারতের অস্তিত্বকে চ্যালেঞ্জ করে।