সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?

 

 

আলিয়াকে মাত দিলেন তৃপ্তি!

 

 

একই দিনে মুক্তি পেয়েছে রাজকুমার রাও ও তৃপ্তি দিমরি অভিনীত ছবি 'ভিকি বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিও' ও আলিয়া ভাটের 'জিগরা'। মুক্তির প্রথমদিনেই বক্স অফিসে দারুণ ফল করেছেন রাজকুমার-তৃপ্তি। প্রথমদিনেই ৫ কোটি আয় করেছে এই ছবিটি। অন্যদিকে 'জিগরা'র ঝুলিতে ৪.২৫ কোটি। যদিও দু'টি ছবিই দর্শকের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে। তবুও আলিয়ার থেকে এগিয়ে থাকলেন রাজকুমার-তৃপ্তি।

 

 

জন্মদিনে অমিতাভকে কী বললেন ঐশ্বর্য?

 

 

শুক্রবার জন্মদিন ছিল অমিতাভ বচ্চনের। অভিষেকের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই শ্বশুরমশাইকে জন্মদিনের শুভেচ্ছা জানান ঐশ্বর্য। সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাগ করেন ঐশ্বর্য। সেই ছবিতে আরাধ্যার সঙ্গে 'বিগ বি'কে দেখা যাচ্ছে। দাদু তাকে জড়িয়ে আছে, আর সেও দাদুর বুকে মাথা রেখে দাঁড়িয়ে আছে। এই ছবিটি পোস্ট করে ঐশ্বর্য লেখেন, "শুভ জন্মদিন পা দাদাজি। তুমি ভালো থেকো।"

 

 

রাহার নামে হাতি পোষেন রামচরণ!

 

 

'আরআরআর' ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন রাম চরণ ও আলিয়া ভাট। এই ছবির দৌলতেই তাঁদের বন্ধুত্ব গড়ে ওঠে। সম্প্রতি, 'জিগরা'র প্রচারে এসে আলিয়া বলেন, "রাহার জন্মের এক মাস পরে একজন আমাদের বাড়িতে এসে বলেন রাম চরণ একটি হাতি পাঠিয়েছেন রাহার নামে। আমি অবাক হই। পরে দেখি একটি কাঠের হাতি পাঠিয়েছেন তিনি। কিন্তু জানতে পারি সত্যিই রাহার নামে একটি হাতিকে দত্তক নেন রাম চরণ। সেদিন ওঁর এই মিষ্টি কাণ্ড দেখে খুব খুশি হই।"