নিজস্ব সংবাদদাতা: পাচার চক্রের সঙ্গে জড়িয়ে পড়বে টলিউডের একাধিক তারকার নাম। সৌজন্যে পরিচালক অনির্বাণ চক্রবর্তী। ড: প্রবীর ভৌমিকের স্বভূমি এন্টারটেনমেন্টের প্রযোজনায় আসছে 'খাঁচা'। 

 


সূত্রের খবর, ছবিতে থাকছেন টলিউডের একঝাঁক তারকা। রজতাভ দত্ত, মীর, সোনালী চৌধুরী, কৃষ্ণ বন্দ্যোপাধ্যায় সহ বহু তারকাকে দেখা যাবে গুরুত্বপূর্ণ চরিত্রে। এই ছবির হাত ধরে বহুদিন পর পর্দায় ফিরছেন ছোটপর্দার পরিচিত মুখ প্রত্যুষা পাল। ছবির মূল আকর্ষণ হিসাবে থাকছেন সমাজ মাধ্যমে 'সিনে বাপ' নামে পরিচিত মৃণ্ময়। 


ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে প্রত্যুষাকে। অন্যদিকে, তাঁর বিপরীতে দেখা যাবে মৃণ্ময়কে। গল্পে পাচারচক্রের সঙ্গে জড়িয়ে পড়বেন তারকারা। সেখান থেকে কোন দিকে মোড় নেবে গল্প? সেটাই ফুটে উঠবে 'খাঁচা'য়। 

 

ইতিমধ্যেই শুটিং হয়েছে ছবির। উত্তরবঙ্গে এবং বাঁকুড়ার বিভিন্ন জায়গায় শুটিং হয়েছে বলে খবর। আগামী বছর অর্থাৎ ২০২৫-এর শুরুতেই মুক্তি পাচ্ছে ছবিটি।