নিজস্ব সংবাদদাতা: জি বাংলার 'মিঠিঝোরা' ধারাবাহিকে 'অনির্বাণ' ও 'রাই'-এর বিয়ে দেখার অপেক্ষায় রয়েছেন দর্শক। তাঁদের বিয়ের আগেই হাজির অনির্বাণের মা 'সোহিনী'। এই চরিত্রে অভিনয় করছেন রাজশ্রী ভৌমিক। তাহলে কি অনির্বাণ রাইয়ের এর বিয়েতে বড় বাধা হয়ে আসতে চলেছেন তিনি?

জি বাংলার 'অষ্টমী' শেষ হতেই 'মিঠিঝোরা'য় গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে রাজশ্রী ভৌমিককে। 'অষ্টমী' ধারাবাহিকের 'পুরুষোত্তম'-এর স্ত্রী'র চরিত্রে অভিনয় করছিলেন রাজশ্রী। তবে মাত্র তিন মাসের মধ্যেই বন্ধ হয়ে যায় এই ধারাবাহিক। এখন 'মিঠিঝোরা'য় 'অনির্বাণ'-এর মায়ের চরিত্রে দেখা যেতে চলেছে রাজশ্রী কে। তবে ছেলের বিয়ের বিপক্ষে মা। তাই বলা যেতেই পারে এই বিয়ের নতুন বাধা সোহিনী। নতুন প্রোমোতে দেখা গিয়েছে 'অনির্বাণ' ও 'রাই'-এর বিয়ের দিন ঘুমের ওষুধ খেয়ে নেয় 'নীলু'। তাতেই দর্শকের মনে প্রশ্ন জাগে এবারও কি তাহলে 'রাই' তার মনের মানুষের সঙ্গে নতুন জীবন শুরু করতে পারবে না ?

ধারাবাহিকে প্রথম দিকে নেতিবাচক চরিত্র হিসেবে এন্ট্রি হলেও পরবর্তীকালে গল্প অনুযায়ী কতটা বদলাবে এই চরিত্র তা এখনও জানা
যায়নি।