শিল্পা শেট্টি যখন বান্দ্রায় তাঁর জনপ্রিয় রেস্তোরাঁ ‘বাস্টিয়ান’ বন্ধ হওয়ার ঘোষণা করেন, তার কিছুক্ষণের মধ্যেই ইন্টারনেটে শুরু হয় তুমুল আলোচনা। শুধু রেস্তরাঁর বন্ধ হওয়া নয়, বরং তাঁর স্বামী ব্যবসায়ী রাজ কুন্দ্রার শেয়ার করা রহস্যজনক পোস্টগুলো নিয়েও নেটিজেনদের মধ্যে কৌতূহল দেখা দেয়।

কী এমন লিখলেন রাজ?

ইনস্টাগ্রাম স্টোরিতে একটি কোট শেয়ার করেন রাজ। সেখানে ইংরেজিতে যা লেখা বাংলায় তার তর্জমা করলে দাঁড়ায়, ‘মানুষ যেমন খারাপ, তার সঙ্গে তেমনভাবে ব্যবহার কোরো না, বরং যেমন ভাল তুমি, তেমনভাবে ব্যবহার করো।’ নেটিজেনরা রাজের এই বার্তাকে বাস্টিয়ান রেস্তরাঁ বন্ধ হয়ে যাওয়ার খবর এবং দম্পতির বিরুদ্ধে আলোচনায় থাকা প্রায় ৬০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলার সঙ্গে যুক্ত করে। তাঁরা মনে করছেন যে, যাবতীয় ট্রোল-কটাক্ষের জবাবেই এই বার্তা শিল্পার স্বামীর।

এই সব জল্পনার মাঝে শিল্পা শেট্টি অবশেষে ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে বিষয়টি পরিষ্কার করেন। ভিডিওয় ফোনালাপের সময় তাকে শোনা যায় বলতে, “না, আমি বাস্টিয়ান বন্ধ করছি না, প্রতিশ্রুতি দিচ্ছি।”

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Shilpa Shetty Kundra (@theshilpashetty)