শিল্পা শেট্টি যখন বান্দ্রায় তাঁর জনপ্রিয় রেস্তোরাঁ ‘বাস্টিয়ান’ বন্ধ হওয়ার ঘোষণা করেন, তার কিছুক্ষণের মধ্যেই ইন্টারনেটে শুরু হয় তুমুল আলোচনা। শুধু রেস্তরাঁর বন্ধ হওয়া নয়, বরং তাঁর স্বামী ব্যবসায়ী রাজ কুন্দ্রার শেয়ার করা রহস্যজনক পোস্টগুলো নিয়েও নেটিজেনদের মধ্যে কৌতূহল দেখা দেয়।
কী এমন লিখলেন রাজ?
ইনস্টাগ্রাম স্টোরিতে একটি কোট শেয়ার করেন রাজ। সেখানে ইংরেজিতে যা লেখা বাংলায় তার তর্জমা করলে দাঁড়ায়, ‘মানুষ যেমন খারাপ, তার সঙ্গে তেমনভাবে ব্যবহার কোরো না, বরং যেমন ভাল তুমি, তেমনভাবে ব্যবহার করো।’ নেটিজেনরা রাজের এই বার্তাকে বাস্টিয়ান রেস্তরাঁ বন্ধ হয়ে যাওয়ার খবর এবং দম্পতির বিরুদ্ধে আলোচনায় থাকা প্রায় ৬০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলার সঙ্গে যুক্ত করে। তাঁরা মনে করছেন যে, যাবতীয় ট্রোল-কটাক্ষের জবাবেই এই বার্তা শিল্পার স্বামীর।
এই সব জল্পনার মাঝে শিল্পা শেট্টি অবশেষে ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে বিষয়টি পরিষ্কার করেন। ভিডিওয় ফোনালাপের সময় তাকে শোনা যায় বলতে, “না, আমি বাস্টিয়ান বন্ধ করছি না, প্রতিশ্রুতি দিচ্ছি।”
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Shilpa Shetty Kundra (@theshilpashetty)
শিল্পা একটি দীর্ঘ নোটে লিখেছেন, ‘বান্দ্রার বাস্টিয়ান ছিল আমাদের গাছের শিকড়, যার নাম বাস্টিয়ান হসপিটালিটি। যেমন একটি গাছ নতুন ফল ধরে, তেমনই আমাদের প্রিয় বান্দ্রা রেস্তোরাঁ জায়গা করে দিচ্ছে এক নতুন অধ্যায়ের—‘আম্মাকাই’। এখানে থাকবে দক্ষিণ ভারতীয় এবং ম্যাঙ্গালোরিয়ান খাবার, যা আমাকে ফিরিয়ে নিয়ে যাবে আমার শিকড়ের কাছে। আপনাদের প্রিয় বাস্টিয়ান আসছে জুহুতে, নতুন নামে— বাস্টিয়ান বিচ ক্লাব। তাই চিন্তার কিছু নেই, বাস্টিয়ান থাকছে, কোথাও যাচ্ছে না! এই স্বপ্নকে বাস্তব রূপ দেওয়ার পূর্ণ কৃতিত্ব আমার ভাই, অংশীদার এবং আমাদের প্রতিষ্ঠানের সিইও রণজিত বিন্দ্রার, যার দক্ষতা এবং আবেগ এত বড় পরিসরে আমাদের হসপিটালিটির ব্যবসাকে এক নতুন রূপ দিচ্ছে।’
সম্প্রতি শিল্পা এবং রাজের বিরুদ্ধে ৬০ কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছে। দম্পতির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন মুম্বাইয়ের এক ব্যবসায়ী। তাঁর দাবি, শিল্পা ও রাজের বর্তমানে বন্ধ হয়ে যাওয়া সংস্থা 'বেস্ট ডিল টিভি প্রাইভেট লিমিটেড' -এ তিনি ৬০ কোটি টাকা বিনিয়োগ করেছিলেন। কিন্তু ওই পুরো টাকাটাই ব্যক্তিগত স্বার্থে আত্মসাৎ করেছেন বলি অভিনেত্রী ও তাঁর স্বামী বলে অভিযোগ।
মুম্বই সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, এই তারকা দম্পতির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন লোটাস ক্যাপিটাল ফিন্যান্সিয়াল সার্ভিসের ডিরেক্টর দীপক কোঠারি। তিনি তাঁর অভিযোগের মাধ্যমে জানিয়েছেন, ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে ওই সংস্থায় তিনি ৬০ কোটি ৪৮ লক্ষ টাকা বিনিয়োগ করেছিলেন। যখন তিনি ওই সংস্থায় বিনিয়োগ করেন তখন ৮৭.৬ শতাংশ শেয়ার শিল্পা ও রাজের নামে ছিল। দীপক জানিয়েছেন, রাজেশ আরেজ নামে এক ব্যক্তি তাঁকে তারকা দম্পতির সঙ্গে পরিচয় করিয়ে দেন।
হাজারও বিতর্কের মাঝেই নতুন করে পথ চলছেন রাজ-শিল্পা! হেরে যেতে যে তাঁরা রাজি নন, আরও একবার তা বুঝিয়ে দিলেন।