নিজস্ব সংবাদদাতা: আরজি কর কাণ্ডের প্রতিবাদ ক্রমেই আরও তীব্র হচ্ছে। এই প্রতিবাদে সামিল হয়েছেন তারকারাও। নিজেদের কাজ স্থগিত রেখে প্রতিবাদ মিছিলে পা মিলিয়ে ন্যায়ের অভিযানে নেমেছেন তাঁরাও।
তাঁদের দাবি, ১৪ অগস্ট, স্বাধীনতা দিবসের আগের রাত থেকে 'মেয়েদের রাত দখল'-এ যে কর্মসূচি শুরু হয়েছে তা তাঁরা এগিয়ে নিয়ে যাবেন, যত ক্ষণ না আসল সত্যিটা সামনে আসছে। যতক্ষণ না নির্যাতিতা ন্যায় পাচ্ছেন, ততক্ষণ লড়বেন তাঁরা।
শনিবার এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন নাট্যজগতের খ্যাতনামীরা। গিরিশ মঞ্চ থেকে আর জি কর পর্যন্ত হাঁটবেন তাঁরা। কথা বলবেন জুনিয়র চিকিৎসকদের সঙ্গে। আর অন্যদিকে, রবিবার আবারও প্রতিবাদে নামবে গোটা টলিউড।
ইতিমধ্যেই সিনে পরিবারের তরফে এই কর্মসূচির একটি বার্তা তৈরি হয়েছে, "সব অভয়ার বিচার চাই। আরজি কর পরিবারের পাশে চলচ্চিত্র পরিবার। আগামী কাল বিকেল ৪টে নাগাদ টেকনিশিয়ান্স স্টুডিয়োয় মিলিত হয়ে, সেখান থেকে সন্ধ্যায় আরজি কর হাসপাতাল।"
সকল চলচ্চিত্র কর্মীদের এই অভিযানে সামিল হতেও বলা হয়েছে ওই বার্তায়। যাতে কোনওরকম অসুবিধা না হয় আন্দোলনরত কর্মীদের তাই জানানো হয়েছে পরিবহনেরও ব্যবস্থা থাকবে। এই বার্তা সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়,পরমব্রত চট্টোপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তী, কৌশিক গঙ্গোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, রাজ চক্রবর্তী, ঋষভ বসু, অমৃতা চট্টোপাধ্যায় সহ আরও অনেকে।
