এখনও মুক্তি পেতে বাকি প্রায় এক মাস। আগামী ২৩ জানুয়ারি রাজ চক্রবর্তী পরিচালিত বহুল প্রতীক্ষিত ছবি ‘হোক কলরব’ বড়পর্দায় আসার কথা। তার আগে ছবির প্রস্তুতি তুঙ্গে। বড়দিনে মুক্তি পেয়েছে টিজার, যা দর্শকদের মধ্যে কৌতূহল আরও বাড়িয়েছে। কিন্তু উৎসাহের মাঝেই দেখা দিয়েছে অস্বস্তি। ছবিটি প্রেক্ষাগৃহে পৌঁছনোর আগেই নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ছে একাধিক দৃশ্য। সোশ্যাল মিডিয়ায় সেগুলি শেয়ার হওয়ায় পরিচালকের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।

শনিবার একটি পোস্টে রাজ লেখেন, ‘আমাদের সিনেমা ‘হোক কলরব’ রিলিজের আগেই সিনেমার কিছু ফুটেজ স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। আমরা সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলেছি উক্ত বিষয়ে জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য। আপনাদের অনুরোধ লিংকটি শেয়ার করবেন না। কোনও রকম প্ররোচনায় পা দেবেন না৷ ধন্যবাদ।’

বড়পর্দায় ছবি মুক্তির আগেই যদি গুরুত্বপূর্ণ দৃশ্য ফাঁস হয়ে যায়, তা হলে স্বাভাবিকভাবেই দর্শকের কৌতূহল ও উত্তেজনা অনেকটাই কমে যায়। তার সরাসরি প্রভাব পড়ে বক্স অফিসের ফলাফলে। এই আশঙ্কাতেই চিন্তিত রাজ। ছবির প্রতি দর্শকের আগ্রহ অটুট রাখতে এবং ব্যবসায়িক ক্ষতি এড়াতেই গোটা পরিস্থিতি নিয়ে সতর্ক নজর রাখছেন তিনি।

২০২৩ সালের এক মর্মান্তিক ঘটনা গোটা বাংলকে নাড়িয়ে দিয়েছিল। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ র‍্যাগিংয়ের শিকার হয়ে শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন। সেই ঘটনার রেশ ছড়িয়ে পড়েছিল বহু দূর। ছাত্রসমাজ থেকে শুরু করে নাগরিক মহল, সর্বত্র গর্জে উঠেছিল প্রতিবাদ। দেড়-দু’বছর পেরতেই সেই ক্ষত যেন টাটকা। এবার সেই যন্ত্রণাদায়ক স্মৃতিকেই বড়পর্দায় তুলে ধরতে চলেছেন রাজ তাঁর নতুন ছবি ‘হোক কলরব’-এর মাধ্যমে।

বড়দিনে দর্শকদের জন্য বিশেষ চমক নিয়ে এলেন পরিচালক। ঘোষণামাফিক, ২৫ ডিসেম্বর সকালেই প্রকাশ্যে এসেছে ‘হোক কলরব’-এর টিজার। শুরু থেকেই তা শিউরে ওঠার মতো। টিজারে দেখা যায়, কলেজ হোস্টেলের ছাদে বৃষ্টির মধ্যে অন্তর্বাস পরিহিত অবস্থায় দাঁড়িয়ে রয়েছে এক ছাত্র। মুহূর্তের মধ্যেই সে ঝাঁপ দেয় নিচে। সেই দৃশ্যের পরেই বদলে যায় আবহ। প্রতিবাদে ফেটে পড়ে ছাত্রসমাজ, রাস্তায় নামে উত্তাল ভিড়। শুরু হয় ছাত্র বনাম পুলিশের সংঘর্ষ।

টিজারের মধ্যেই নজর কেড়েছেন একাধিক অভিনেতা। পুলিশের ভূমিকায় ধরা দিয়েছেন রোহন ভট্টাচার্য। পাশাপাশি, পোস্টারের মতো টিজারেও বলিষ্ঠ উপস্থিতি শাশ্বত চট্টোপাধ্যায়ের। ছবিতে তাঁর চরিত্রের নাম ‘ক্ষুদিরাম চাকি’। সব মিলিয়ে টিজার স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে, ‘হোক কলরব’ শুধু একটি ছবি নয়, বরং একটি তীব্র সামাজিক প্রতিবাদ ও সময়ের জ্বলন্ত প্রশ্ন তুলে ধরার সাহসী প্রয়াস।