নিজস্ব সংবাদদাতা: ইউভানের ৪ বছরের জন্মদিনে প্রথমবার মেয়ের ছবি প্রকাশ্যে এনেছিলেন মা শুভশ্রী গঙ্গোপাধ্যায়। দুই ভাই বোনের নানা মুহূর্ত এর আগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেও প্রথমবার ইয়ালিনির মিষ্টিমুখ দেখতে পেয়েছিলেন নেটিজেনরা। 


ইউভানকে প্রথম দিনেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ্যে আনলেও এতদিন মেয়ে ইয়ালিনির মুখ সামনে আনেননি রাজ-শুভশ্রী। প্রথমবার ছেলে ইউভানের জন্মদিনে ইয়ালিনিকে দেখে দারুণ খুশি হয়েছিলেন নেটিজেনরা। 

এক সাক্ষাৎকারে শুভশ্রী জানান, জন্মের পর ঠিক ইউভানের মতোই দেখতে হয়েছি ইয়ালিনিকে। ঠিক যেন ৩ বছর পর যমজ সন্তানের জন্ম দিয়েছেন। এমনকী, অভিনেত্রীর দাবি ছিল, লোক ইউভান ভেবেই ভুল করতে পারে। 

এরপর মাঝেমধ্যেই মেয়ের কাণ্ডকারখানা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরতেন শুভশ্রী। কখনও আদুরে স্বরে দাদাকে ডাকা কখনও আবার গানের তালে নাচা। একরত্তিকে নিয়ে শুভশ্রীর কাটানো বিশেষ মুহূর্তের সাক্ষী হতেন অনুরাগীরাও। দেখতে দেখতে এক বছর পার করলো ছোট্ট ইয়ালিনি। জন্মদিনে বাবা রাজ মেয়ের অদেখা কিছু ছবি ভাগ করে নিলেন সোশ্যাল মিডিয়ায়।

দেখা গেল হাসপাতালে সদ্যোজাত মেয়েকে আদর করার ছবিও ক্যামেরাবন্দি করেছিলেন। প্রথমবার মেয়েকে দেখে যে আনন্দ, তা স্পষ্ট শুভশ্রীর চোখেমুখে। এমনকী, খুদে ইয়ালিনি আর দাদা ইউভানের প্রথম দেখার মুহূর্তটাও বড় মিষ্টি। নিজের মায়ের কোলে অর্থাৎ ইয়ালিনির ঠাকুমার কোলে ওঠার ছবি দিতেও ভুললেন না রাজ।

 রাজের পোস্টে ইয়ালিনিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বহু তারকা থেকে নেটিজেনরাও।