২০২৩ সালের ঘটনাটা নাড়িয়ে দিয়েছিল গোটা বাংলাকে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ র‍্যাগিংয়ের শিকার হয় এবং পরবর্তীতে আত্মহত্যা করে। সেই কেসের জল বহুদূর গড়ায়। প্রতিবাদে নামে কলেজের ছাত্র থেকে নাগরিক সমাজ। সেই ঘটনার বছর আড়াই ঘুরতে না ঘুরতেই স্মৃতি টাটকা করে এবার তা উঠে আসবে বড়পর্দায়। তার আগে প্রকাশ্যে এল 'হোক কলরব' ছবির টিজার। 

বড়দিনে বড় চমক রাজ চক্রবর্তীর। ঘোষণা মতোই ২৫ ডিসেম্বর সকাল সকাল প্রকাশ্যে এল 'হোক কলরব' ছবির প্রথম ঝলক। সেখানেই দেখা যাচ্ছে অন্তর্বাস পরে এক ছাত্র কলেজের হোস্টেলের ছাদে দাঁড়িয়ে বৃষ্টিতে। তারপরই ঝাঁপ মারে। এরপরই প্রতিবাদে গর্জে ওঠে সকলে। শুরু হয়ে যায় ছাত্র বনাম পুলিশের খণ্ডযুদ্ধ। সেখানেই এক ঝলক পুলিশের বেশে দেখা মিলল অভিনেতা রোহন ভট্টাচার্যর। তবে পোস্টারের মতো টিজারেও নজর কাড়লেন শাশ্বত চট্টোপাধ্যায়। এই ছবিতে তাঁর চরিত্রের নাম 'ক্ষুদিরাম চাকি'। পুলিশের উদ্দেশ্যে ছাত্রদের ছোঁড়া আগুন লাগানো বোতল ধরে বলেন, 'না আমি ঝুলি না, ঝোলাই।' 

টিজারে দেখা মেলে র‍্যাগিংয়ের টুকরো ঝলক থেকে প্রতিবাদ। ছাত্র নেতা হিসেবে জন ভট্টাচার্য, ওম সাহানির ঝলক দেখা গেল। প্রথম ঝলকেই বেশ স্পষ্ট যে ছবি জুড়ে ভরপুর অ্যাকশন থাকবে। সঙ্গে র‍্যাগিংয়ের বিরুদ্ধেও বার্তা দেবে এই ছবি। 

রাজ চক্রবর্তী পরিচালিত ছবিটির প্রযোজনা করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। মুখ্য ভূমিকায় দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়, রোহন ভট্টাচার্য, ওম সাহানি, অভীকা মালাকার, প্রমুখ। আগামী ২৩ জানুয়ারি, সরস্বতী পুজোর দিন মুক্তি পাবে ছবিটি। অর্থাৎ বড়পর্দায় উইন্ডোজ প্রোডাকশন হাউজের 'ভানুপ্রিয়া ভাতের হোটেল' ছবিটির সঙ্গে মুখোমুখি হবে এই ছবিটি। রাজ চক্রবর্তী এদিন ছবির টিজার পোস্ট করে লেখেন, 'মুখচোরা প্রতিবাদ নয়, এবার হোক কলরব।' প্রসঙ্গত এর আগেও রাজ চক্রবর্তীর পরিচালনায় পুলিশের ভূমিকায় অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়। 'প্রলয়' এবং 'আবার প্রলয়' ছবিতে অনিমেষের চরিত্রে নজর কেড়েছিলেন। তবে তার থেকে ক্ষুদিরাম চাকির চরিত্র বেশ আলাদা হতে চলেছে সেটার আভাস মিলল ঝলকে।

এই ছবির ঝলক প্রকাশ্যে আসতেই দর্শক ভালবাসায় ভরিয়েছেন। কেউ জানিয়েছেন তাঁরা মুখিয়ে রয়েছেন হোক কলরব ছবিটির জন্য। কেউ আবার বলেছেন, 'গল্পটা প্রাসঙ্গিক।'

সদ্য প্রকাশ্যে আসা 'হোক কলরব' ছবির যে মোশন পোস্টারে দেখা গিয়েছিল কেউ মুখে কাপড় বেঁধে, কেউ পোস্টার হাতে, তো কেউ মুষ্টিবদ্ধ হাত শূন্যে ছুঁড়ে স্লোগান দিচ্ছে। সমস্ত ছাত্রদের চোখে মুখে রাগ, ক্ষোভ  স্পষ্ট। আর তখনই সামনে ফুটে উঠে পুলিশের পোশাকে শাশ্বত চট্টোপাধ্যায়ের মুখ। চোখে রোদচশমা। হাতে ধরে আগুন লাগা বোতল। এই মোশন পোস্টার পোস্ট করে রাজ চক্রবর্তী লেখেন, 'ছাত্র সমাজ না পুলিশ? নায়ক না খলনায়ক? আন্দোলন না আপোষ? বলি হোক কলরব?'