নিজস্ব সংবাদদাতা: দেখতে দেখতে এক বছর পার করলো ছোট্ট ইয়ালিনি। রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের কোল আলো করে ৩০ নভেম্বর এসেছিল তাঁদের দ্বিতীয় সন্তান। বড়ছেলে ইউভানের সঙ্গে নেটিজেনদের আলাপ করালেও মেয়েকে সামনে আনতে বেশ কিছুটা সময় নিয়েছিলেন এই তারকা দম্পতি। ইউভানের চার বছরের জন্মদিনে ইয়ালিনিকে সামনে আনেন রাজ-শুভশ্রী। তারপর থেকেই মেয়ের বড় হয়ে ওঠার নানা মুহূর্ত সমাজ মাধ্যমে ভাগ করে নেন তাঁরা।
মেয়ের জন্মদিন উপলক্ষ্যে রাজ-শুভশ্রীর বাড়িতে আয়োজন করা হয় বিশেষ পুজোর। আর সেখানেই হরে কৃষ্ণ গানে মন খুলে নাচতে দেখা গেল মা শুভশ্রীকে। ইয়ালিনির জন্মদিন উদযাপন হল একেবারে পুজো-অর্চনার মধ্যে দিয়েই। এ কথা সকলেই জানেন যে রাজ চক্রবর্তী জগন্নাথ দেবের পরম ভক্ত। যে কোনও শুভকাজ রাজ শুরু করেন পুরীতে জগন্নাথ দেবের আশীর্বাদ নিয়ে। রাজ-শুভশ্রীর বাড়িতেও প্রতিষ্ঠিত রয়েছেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। রথের দিনে তো বটেই এমনি সময়েও নিষ্ঠাভরে পুজো করা হয় তাঁদের। ইয়ালিনির ১ বছরের জন্মদিন কোনও শুভ অনুষ্ঠানের চেয়ে কম কিছু নয়।
ইসকন থেকে সাধুরা এসে কুলদেবতার পুষ্প অভিষেক করেন। ফল, মিষ্টি-সহ ২১ রকমের ব্যঞ্জনের সাজানো হয় ভোগের থালা। ইসকনের সাধুরাই যজ্ঞ করেন। পুজোর আয়োজনে এদিন বাড়ির সবার সঙ্গে হাত মিলিয়ে কাজ করেছেন মেয়ের মা শুভশ্রী। মেয়েকে কোলে নিয়ে আরতিও করেন তিনি।
এরপর সন্ধেবেলা পরিবারের সবার সঙ্গে কেক কাটে ছোট্ট ইয়ালিনি। বোনের এক বছরের জন্মদিনে দাদা ইউভানও বেজায় খুশি। পরিবারের খুশির এই মুহূর্তগুলোকে সমাজ মাধ্যমে তুলে ধরেছেন রাজ।
