নিজস্ব সংবাদদাতা: ছেলে ইউভানের বয়স চার হতে দ্বিতীয় সন্তান আসার সুখবর দিয়েছিলেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। গত বছর নভেম্বরে মেয়ে ইয়ালিনির এক বছরের জন্মদিন পালন করেছিলেন এই তারকা জুটি। চলতি বছর বাগদেবীর আরাধনায় শুভশ্রী জানিয়েছিলেন, আগামী বছর হাতেখড়ি হবে ছোট্ট ইয়ালিনির।
কিন্তু একি! মাত্র দেড় বছর বয়সেই ব্যাগ কাঁধে স্কুলে চলেছে সে। সোমবার সমাজমাধ্যমে মেয়ের প্রথম স্কুলে যাওয়ার মুহূর্ত ভাগ করেছেন মা শুভশ্রী। কিন্তু কোন স্কুলে ভর্তি হল রাজ এবং শুভশ্রীর আদরের মেয়ে? ছবি দেখে বোঝা যাচ্ছে, প্লে স্কুলে ভর্তি হয়েছে মিষ্টি ইয়ালিনি। তার এই প্লে-স্কুলের নাম 'অর্থ'। প্রথম দিন স্কুলে মেয়ের সঙ্গে মা শুভশ্রীও থাকলেন।
নায়িকা মেয়ের প্রথম দিনের স্কুল যাওয়ার ছবি ও ভিডিও ভাগ করে ক্যাপশনে লেখেন, 'ইয়ালিনির প্রথম স্কুল যাওয়ার দিন'। সেখানে একটি ভিডিওতে শুভশ্রীর কোলে ব্যাগ কাঁধে ইয়ালিনিকে দেখা গিয়েছে। তাছাড়াও বেশ কয়েকটি ছবি ভাগ করেন অভিনেত্রী।
সেখানে কিছু ছবিতে ইয়ালিনিকে মায়ের হাত ধরে স্কুলের সামনের ফুটপাতে হাঁটতে দেখা যায়। সেই ছবিতে অবশ্য অভিনেত্রীর হাতেই ছিল মেয়ের ব্যাগ। এতটুকু বয়সে মেয়েকে এতটা ভার দিতে চাননি তিনি। এদিন, ইয়ালিনিকে সাহস জোগাতে স্কুলেও পাশে ছিলেন শুভশ্রী। মা-মেয়ের কাটানো মিষ্টি মুহূর্তদের ফ্রেমবন্দি করেছেন বাবা রাজ।
