নাচের মঞ্চ থেকে সঞ্চালনায় জনপ্রিয়তা অর্জন করেছেন রাঘব জুয়াল।‌ এরপর বলিউডের ছবিতেও একের পর এক চরিত্রে নিজেকে ফুটিয়ে তুলেছেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলিউড কিং খান শাহরুখ খানের বিলাসবহুল বাড়ি 'মন্নত'-এ রাঘব তাঁর প্রথম সফরের এক মজাদার ও স্মরণীয় অভিজ্ঞতা ভাগ করে নিলেন। এই সফরটি ছিল আরিয়ান খানের পরিচালিত প্রথম ওয়েব সিরিজ 'দ্য ব্যাডস অফ বলিউড'-এর কাজের সূত্রে, যেখানে রাঘব অভিনয় করেছেন।

 

 

উত্তরাখণ্ডের বাসিন্দা রাঘবের কাছে মুম্বইয়ের তারকাদের জগৎ সম্পূর্ণ অন্যরকম। তিনি জানান, যখন তিনি প্রথমবার মন্নতে পৌঁছন, তখন গোটা পরিবেশ দেখে তিনি একেবারে হতবাক হয়ে যান। মন্নত তাঁর কাছে কেবল একটি বাড়ি নয়, যেন এক বিশাল প্রাসাদ। এত জাঁকজমকপূর্ণ একটি বাড়িতে প্রবেশ করার মুহূর্তটি তাঁর জন্য ছিল এক স্বপ্নের মতো।

 

 

মন্নতে আরিয়ান খানের সঙ্গে আলাপচারিতার সময় রাঘব একটি অদ্ভুত ভুল করে বসেন, যা এখন তাঁর কাছে এক হাসির স্মৃতি। সেই মুহূর্তটি স্মরণ করে রাঘব বলেন, "আমি আরিয়ান খানকে জিজ্ঞাসা করেছিলাম, আচ্ছা, তোমার ঘর কোনটা?"

 

আরও পড়ুন: সত্যিই কি বিজয়ের গলায় মালা দেবেন রশ্মিকা মন্দানা? জল্পনা উড়িয়ে খুল্লাম খুল্লা কী জানালেন নায়িকা?

 

রাঘব জানান, এই প্রশ্নটি করার পরেই তিনি নিজের ভুল বুঝতে পারেন এবং ভীষণ লজ্জিত হন। তিনি বুঝতে পারেন, মন্নতের মতো বাড়িতে 'একটি ঘর' বলে কিছু নেই, সেখানে হয়তো পুরো একটি ফ্লোরই আরিয়ানের ব্যক্তিগত এলাকা। রাঘবের এই সরল প্রশ্নে আরিয়ানও হেসে ফেলেছিলেন। রাঘব নিজের দেরাদুন-এর সাধারণ জীবনযাত্রার সঙ্গে মুম্বইয়ের এই আকাশ-পাতাল ব্যবধান দেখে অবাক হন। এরপর আরিয়ান তাঁকে নিজের ঘরে নিয়ে যান। এবং সেখানে কিছুক্ষণ গল্প করার পর রাতে আরিয়ানের বন্ধুদের সঙ্গে নৈশভোজে যান রাঘব।

 


মন্নতে কাটানো সময়টায় রাঘব জুয়াল আরিয়ান খানের আরও একটি দিক আবিষ্কার করে মুগ্ধ হন। যদিও আরিয়ান মুম্বইয়ে বড় হয়েছেন এবং তাঁর পড়াশোনা ও জীবনযাত্রা সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে। কিন্তু রাঘব লক্ষ্য করেন, আরিয়ান খান খুব সাবলীল ও স্পষ্ট হিন্দিতে কথা বলছেন। রাঘব বলেন, "আমি সত্যিই অবাক হয়েছিলাম আরিয়ানের হিন্দি বলার ক্ষমতা দেখে। এত স্পষ্ট, ফ্লুয়েন্ট হিন্দি! বাড়িতে তিনি খুবই সহজ-সরল সাধারণ ছেলের মতো থাকেন, যা বাইরে থেকে বোঝা যায় না।" তিনি আরও যোগ করেন, মন্নতের অভ্যন্তরে যে পরিবেশ রয়েছে, তা অনেকটা দিল্লি ও পাঞ্জাবি সংস্কৃতির মিশ্রণ, যেখানে আতিথেয়তা আর আন্তরিকতার অভাব নেই। এই আন্তরিক পরিবেশ তাঁকে নিজের বাড়ির মতো অনুভূতি দিয়েছিল।

 

 

শাহরুখ খানের সঙ্গে প্রথমবার সামনাসামনি দেখা হওয়ার মুহূর্তটিও রাঘবের জন্য অত্যন্ত বিশেষ ছিল। রাঘব জুয়াল তাঁর এই পুরো অভিজ্ঞতাকে 'অবিশ্বাস্য' বলে বর্ণনা করেছেন। আরিয়ান খানের পরিচালনায় কাজ করার অভিজ্ঞতাও তাঁর জন্য দারুণ ছিল। তিনি বলেন, আরিয়ান খুবই মনোযোগী এবং সেটে সবার কথা মন দিয়ে শোনেন।

 


সব মিলিয়ে, উত্তরাখণ্ডের এই সরল যুবকের কাছে বলিউডের কিংবদন্তির বাড়িতে পা রাখা এবং ভুলবশত আরিয়ানকে এমন একটি প্রশ্ন করে ফেলা—সবই এক অনন্য এবং চিরস্মরণীয় স্মৃতি হয়ে রইল।