পরিণীতি চোপড়া এবং তাঁর স্বামী, রাজনীতিক রাঘব চাড্ডা অবশেষে তাঁদের সদ্যোজাত পুত্রের নাম প্রকাশ করেছেন তার জন্মের প্রায় এক মাস পর। তারকা-দম্পতি ২০ অক্টোবর তাঁদের প্রথম সন্তানের আগমনের সুখবর ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন। পোস্টে তারা লিখেছিলেন, ‘অবশেষে সে এসেছে! আমাদের পুত্রসন্তান। এখন আমাদের হৃদয় আরও পরিপূর্ণ। প্রথমে আমরা একে অপরের ছিলাম, আর এখন আমাদের দু'জনের সবকিছুই আছে।’

বহুদিন ধরে ভক্তরা অপেক্ষা করছিলেন পরিণীতি এবং রাঘবের একরত্তিটির নাম জানার জন্য। বুধবার তারকা-দম্পতি ইনস্টাগ্রামে একটি মিষ্টি ছবি শেয়ার করে নবজাতকের প্রথম ঝলক প্রকাশ করেন। এবং জানান তাঁর নাম নীর। যৌথ ক্যাপশনে তাঁরা লেখেন, ‘জলস্য রূপম, প্রেমস্য স্বরূপম— তত্র এভ নীর। আমাদের হৃদয় খুঁজে পেয়েছে জীবনের এক চিরন্তন বিন্দু। আমরা তার নাম রেখেছি ‘নীর’—শুদ্ধ, পবিত্র, অনন্ত।’

নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই পোস্ট ভরে যায় অভিনন্দন বার্তায়। গওহর খান মন্তব্য করেন, ‘অভিনন্দন’। আদর পাঠিয়েছেন হবু মা ভারতী সিংও। ভক্তরাও সামাজিক যোগাযোগমাধ্যমে ‘নীর’ নামটিকে সুন্দর এবং অর্থবহ বলে প্রশংসা করেছেন।

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by @parineetichopra