সংবাদ সংস্থা মুম্বই:  ভারতের অন্যতম জনপ্রিয় ব়্যাপার তিনি। তিনি, রফতার।  প্রথম স্ত্রী কোমল ভোহরার সাথে বিবাহ বিচ্ছেদের পাঁচ বছর পর ফ্যাশন স্টাইলিস্ট মানরাজ জাওয়ান্দার সাথে গাঁটছড়া বাঁধলেন তিনি। একেবারে দক্ষিণ ভারতের সনাতনী রীতি মেনেই দ্বিতীয় বিয়ে সারলেন রফতার। নিজেরা এই বিষয়ে এখনও কোনও বিবৃতি না দিলেও তাঁদের বিয়ের একাধিক ছবি ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। একটিতে দেখা আজচ্ছে মানরাজকে মঙ্গলসূত্র পরিয়ে দিচ্ছেন রাফতার। জানা গিয়েছে, ঘনিষ্ঠ পরিসরে বিয়ে সেরেছেন তাঁরা। উপস্থিত ছিলেন দু'জনের পরিবার ও কাছের বন্ধুরা। 

 

 

?ref_src=twsrc%5Etfw">January 31, 2025

গান গেয়েছেন ‘বুলেট রাজা’, ‘হিরোপন্তি’, ‘গব্বর ইজ ব্যাক’, ‘মান্টো'-সহ বহু বলিউড ছবিতে। বিচারক হয়েছেন জপিনপ্রিয় রিয়্যালিটি শো 'রোডিজ'-এরও। অন্যদিকে, স্টাইলিস্ট হিসাবে কোমল বেশ কয়েকটি প্রজেক্টে কাজ করেছিলেন রফতারের সঙ্গে। সেখান থেকেই তাঁদের আলাপ যা পরে গড়ায় ভালবাসায়। কলকাতায় জন্ম ও বেড়ে উঠেছেন মানরাজ।