বলিউডের অন্যতম শক্তিশালী চরিত্রাভিনেতা জিশান আয়ুব। ‘তনু ওয়েডস মনু রিটার্নস’, ‘জন্নত ২’ থেকে ‘রইস’— একাধিক ছবিতে অভিনয়গুণে মন জয় করেছেন দর্শকের। কিন্তু খুব কম মানুষ জানেন, একসময় অভিনয় ছাড়ার কথা ভেবেছিলেন তিনি। আর সেই সময়েই শাহরুখ খানের সঙ্গে এক অভিজ্ঞতাই তাঁর জীবন পাল্টে দেয়।

 

সম্প্রতি, দেওয়া এক সাক্ষাৎকারে জিশান জানান, ‘রইস’-এ শাহরুখের ঘনিষ্ঠ বন্ধু সাদিক ইব্রাহিমের ভূমিকায় অভিনয় করার সময় তিনি মানসিকভাবে খুব ভেঙে পড়েছিলেন। “কেরিয়ারের সেই সময়ে আমার মনে হচ্ছিল আমি আর এই ইন্ডাস্ট্রিতে থাকতে পারব না। একই ধরনের চরিত্রে বারবার কাস্ট হয়ে আমি ক্লান্ত। ভাবছিলাম, বিদায় নিলে শাহরুখ খানের সঙ্গে কাজ করেই ইন্ডাস্ট্রি থেকে বিদায় নেব,” বললেন জিশান।

 

“শাহরুখ যেই হাত মেলালেন, আর মনের সমস্ত নেতিবাচকতা মিলিয়ে গেল” মন্তব্য জিশানের। অভিনেতার কথায়, রইস-এর শুটিং সেটে প্রথম দেখা হয় শাহরুখের সঙ্গে। “ওই মানুষটার ভেতরে এমন কিছু ছিল— আমাকে ভেতর থেকে বদলে দিল। তিনি আমাকে দেখে যেন স্ক্যান করে ফেলেছিলেন যে আমি ভীষণ অশান্ত। যখন হাত মেলালেন, মনে হল সব নেতিবাচকতা বেরিয়ে গেল। মনে হল— না, এখনও অনেক কাজ বাকি আছে। তিনি যেন থামিয়ে দিলেন আমাকে, বললেন— ‘এখানেই কাজ করো, সব ভাল হবে, ঠিকঠাক হয়ে যাবে।’”

 

রাহুল ঢোলাকিয়া পরিচালিত রইস ২০১৭ সালে মুক্তি পেয়ে বক্স অফিসে প্রায় ২৮১.৪৫ কোটি টাকা আয় করে। ছবিতে শাহরুখের পাশাপাশি ছিলেন নওয়াজউদ্দিন সিদ্দিকি ও মাহিরা খান। বর্তমানে জিশানকে দেখা যাবে অনুরাগ কাশ্যপের নিশানচি ছবিতে, যেখানে আছেন নবাগতা  আইশ্বর্য ঠাকরে, মনিকা পানওয়ার, বেদিকা পিন্টো ও কুমুদ মিশ্র। মুক্তি পাচ্ছে ১৯ সেপ্টেম্বর। অন্যদিকে শাহরুখ শীঘ্রই শুরু করবেন কিং— সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে থাকছেন সুহানা খান, অভিষেক বচ্চন, জয়দীপ আহলাওয়াত, অভয় বর্মা ও সওরভ শুক্ল। শোনা যাচ্ছে, দীপিকা পাড়ুকোন, রানি মুখার্জি, অনিল কাপুর ও জ্যাকি শ্রফও থাকবেন ছবিতে।

 

‘কিং’ পরিচালনা করছেন ‘পাঠান’ খ্যাত পরিচালক সিদ্ধার্থ আনন্দ। ছবিতে রয়েছেন শাহরুখের মেয়ে সুহানা খানও। সৌরভ শুক্লার পাশাপাশি এই ছবিতে আরও রয়েছেন— দীপিকা পাডুকোন, রানি মুখার্জি, অভিষেক বচ্চন, জ্যাকি শ্রফ, অনিল কাপুর, রাঘব জুয়াল— এমনটাই শোনা যাচ্ছে। যদিও নির্মাতাদের তরফে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনও ঘোষণা হয়নি এখনও।

ছবির শুটিং চলছে পুরোদমে। কবে মুক্তি পাবে ‘কিং’, তা এখনও প্রকাশ পায়নি। তবে শাহরুখ ভক্তদের উত্তেজনা তুঙ্গে— কারণ কিং খান, সুহানা আর জয়দীপের এই জোট যে একেবারে বিস্ফোরক কিছু আনতে চলেছে, তা বলাই বাহুল্য!