সংবাদ সংস্থা মুম্বই: কাশ্মীরের পহলগাওঁয়ে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার জেরে শোকস্তব্ধ গোটা দেশ।  বাতিল হয়েছে একের পর এক ছবির প্রচার, টিজার-ট্রেলারের লঞ্চ এবং গুরুত্বপূর্ণ সব অ্যাওয়ার্ড শো। এই সিদ্ধান্তকে জোর গলায় সমর্থন জানালেন অভিনেতা আর মাধবন।

 

ইনস্টাগ্রাম স্টোরিতে হাত জোড় করে নমস্কারের ইমোজি-সহ শেয়ার করলেন মুম্বইয়ের এক আলোকচিত্রীর পোস্ট, যেখানে লেখা ছিল— “বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে ছবির টিজার, ট্রেলার ও লঞ্চ ইভেন্ট বাতিল করা হয়েছে। এক বড় অ্যাওয়ার্ড সহ একাধিক অনুষ্ঠানও স্থগিত হয়েছে। অন্যান্য শিল্পক্ষেত্রের মতো, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিও এই শোক, কষ্ট ও সহানুভূতির সময় একসঙ্গে আছে।”

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by R. Madhavan (@actormaddy)