সংবাদসংস্থা মুম্বই: ৫ ডিসেম্বর মুক্তি পাচ্ছে আল্লু অর্জুন ও রশ্মিকা মন্দানা অভিনীত 'পুষ্পা:দ্য রুল'। ছবি মুক্তির আগেই নেটপাড়ায় জোর গুঞ্জন চলছিল, এই ছবির তৃতীয় সিক্যুয়েল আসা নিয়ে। এর আগে অভিনেত্রী রশ্মিকা মন্দানার কথায় ইঙ্গিত ছিল 'পুষ্পা ২' আসার। এবার এই খবরে সিলমোহর দিলেন স্বয়ং নির্মাতারা।
সোশ্যাল মিডিয়ায় 'পুষ্পা ৩'-এর প্রথম পোস্টার ভাগ করে এই সুখবর দর্শকের মধ্যে ছড়িয়ে দিলেন তাঁরা। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, এবার 'পুষ্পা ৩'-এর চমক হয়ে আসছেন অভিনেতা বিজয় দেবরকোন্ডা। এই ছবিতে নাকি খলনায়কের চরিত্রে ধরা দিতে চলেছেন তিনি। যদিও এই খবরে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি অভিনেতা বা নির্মাতারা। তবে নেটিজেনদের অনুমান, আল্লু-রশ্মিকার সঙ্গে বিজয়ের খল চরিত্রের যোগ 'পুষ্পা ২'-এর শেষেই পাওয়া যাবে।
প্রসঙ্গত, 'পুষ্পা ২' বাংলা, হিন্দি-সহ তামিল, তেলুগু, মালয়লম, কন্নড়ের মতো আরও চারটি ভাষায় মুক্তি পাবে। যা মুক্তির আগেই ৪০০ কোটির বেশি ব্যবসা করে ফেলেছে। দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রির সিনে বিশেষজ্ঞদের মতে, এই ছবি প্রথম দিনেই 'কেজিএফ ২'-এর ব্যবসার রেকর্ড ভেঙে দেবে। এই ছবির চিত্রনাট্যে রয়েছে দারুন চমক। সেই চমকের তৃতীয় ভাগে বিজয়ের যোগ যে গল্পের আকর্ষণ আরও বাড়িয়ে দেবে তা আর বলার অপেক্ষা রাখে না।
