বাংলার জন্য বড় সুখবর। বিনোদন জগতে দীর্ঘদিনের অনবদ্য অবদানের স্বীকৃতি হিসাবে পদ্মশ্রী সম্মানে ভূষিত হতে চলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
প্রসেনজিৎ বাংলা চলচ্চিত্র ও বিনোদন জগতের এক উজ্জ্বল নাম। চার দশকেরও বেশি সময় ধরে তিনি অভিনয়ের মাধ্যমে দর্শকের মন জয় করে চলেছেন। শিশুশিল্পী হিসাবে তাঁর অভিনয়জীবন শুরু হলেও নয়ের দশকে নায়ক হিসাবে আত্মপ্রকাশের পরই তিনি টালিগঞ্জের বাণিজ্যিক ছবির মুখ হয়ে ওঠেন। রোমান্টিক, অ্যাকশন, পারিবারিক ছবি থেকে শুরু করে সামাজিক ও চরিত্রনির্ভর নানা ধারার ছবিতে সমান স্বচ্ছন্দে অভিনয় করে তিনি নিজেকে প্রমাণ করেছেন।
‘অমর সঙ্গী’, ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’, ‘প্রতিবাদ’ ‘উৎসব’, ‘চোখের বালি’, ‘দোসর’ ‘মনের মানুষ’, ‘জাতিস্মর’ -এর মতো ছবিতে তাঁর অভিনয় বাংলা সিনেমার ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। বিশেষ করে ঋতুপর্ণ ঘোষের সঙ্গে তাঁর কাজ বাংলা ছবিকে এক নতুন দিশা দেখিয়েছে। বাণিজ্যিক নায়ক থেকে সংবেদনশীল অভিনেতায় রূপান্তর তাঁর কেরিয়ারের অন্যতম বড় সাফল্য।
শুধু বাংলা নয়, হিন্দি ছবিতেও প্রসেনজিৎ নিজের দক্ষতার ছাপ রেখেছেন। পাশাপাশি তিনি প্রযোজক হিসাবেও বাংলা সিনেমাকে সমর্থন করেছেন এবং নতুন প্রতিভাদের সুযোগ করে দিয়েছেন। টেলিভিশন ও ওয়েব সিরিজের মাধ্যমেও তিনি সমসাময়িক বিনোদন জগতের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছেন।
প্রসেনজিতের সঙ্গেই এই বছর পদ্মশ্রী সম্মানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসাবে একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বকে ভূষিত করা হচ্ছে। সাহিত্য ও শিক্ষাক্ষেত্রে এই সম্মান পাচ্ছেন শ্রী অশোক কুমার হালদার, শ্রী গম্ভীর সিং ইয়োনজোনে, শ্রী মহেন্দ্র নাথ রায় এবং শ্রী রবিলাল টুডু। শিল্পকলার ক্ষেত্রে পদ্মশ্রী পাচ্ছেন শ্রী হরি মাধব মুখোপাধ্যায় (মরণোত্তর), শ্রী জ্যোতিষ দেবনাথ, শ্রী কুমার বসু, শ্রী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শ্রী তরুণ ভট্টাচার্য এবং শ্রীমতী তৃপ্তি মুখোপাধ্যায়। চিকিৎসাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এই সম্মানে ভূষিত হচ্ছেন শ্রী সরোজ মণ্ডল। বিভিন্ন শাখায় তাঁদের দীর্ঘদিনের কাজ ও নিষ্ঠার স্বীকৃতি হিসেবেই এই পদ্মশ্রী প্রদান করা হচ্ছে।
