অবশেষে দূরত্বের পাহাড় পেরিয়ে এত বছর পর বোধহয় বরফ গলল খানিকটা। প্রথম প্রেমের তীব্রতা যেমন বেশি, অভিমানও তেমন আকাশছোঁয়া। সেই কারণে হয়তো লাগল এতটা সময়। অবশেষে দেবশ্রী রায়ের সঙ্গে আবার ছবি করার ইচ্ছে প্রকাশ করলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
কিছুদিন আগে 'আমি যখন হেমা মালিনী' ছবির প্রচারে চিরঞ্জিত চক্রবর্তী বলেছিলেন, "দেব-শুভশ্রী জুটির পর আমি চাই আবার প্রসেনজিৎ-দেবশ্রী জুটি ফিরুক, এই জুটিটা ফেরার অত্যন্ত প্রয়োজন।" 'দেবী চৌধুরানী'র প্রচারে চিরঞ্জিতের সেই ইচ্ছার কথা জানানো হয় প্রসেনজিতকে। হাসিমুখে তাঁর উত্তর, "আমি তো চাই দীপকদা একটা স্ক্রিপ্ট লিখুক আমাদের জন্য, আমার বহুদিনের ইচ্ছা ছিল এবং আমি অনেকবার দীপকদাকে বলেছি যে, আমি তোমার পরিচালনায় একটা কাজ করতে চাই। দীপকদা, আমাদের জন্য যদি পরিচালনা করেন তাহলে অবশ্যই আমি ছবি করতে চাই। আর আমি নিজেও ব্যক্তিগতভাবে একটা পরিণত প্রেমের ছবি করতে চাই দেবশ্রী সঙ্গে আবার।"
ভালবেসে বিয়ে করেছিলেন প্রসেনজিৎ-দেবশ্রী। কিন্তু তাসের ঘরের মতোই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে তাঁদের সংসার। বিচ্ছেদের পর একসঙ্গে আর কাজও করেননি তাঁরা। কিন্তু সময় কি সব ভুলিয়ে দিল? তাহলে কি পুরনো তিক্ততা কিছুই নেই আজ আর? প্রসেনজিতের উত্তর,"আমার কারও সঙ্গে কোনও তিক্ততা নেই। যে আমার সঙ্গে হাসিমুখে কথা বলবে আমি সব সময় তাদের জন্য আছি। আর কোন তিক্ততা নিয়ে বাঁচতে চাই না, যে ক'টা দিন আছি সবার সঙ্গে ভাল সম্পর্ক নিয়েই থাকতে চাই।"
এক সময় দেবশ্রীকে নিয়ে কথা বলতে খুব একটা স্বচ্ছন্দ বোধ করতেন না প্রসেনজিৎ। তবে সব অভিমান মুছে কাজের ক্ষেত্রে আবার এক হওয়ার কথা বললেন তিনি। বর্তমানকে ভালবেসে যেমন এগিয়ে যান, ঠিক তেমনই কি অতীতকেও আঁকড়ে বাঁচেন? প্রসেনজিতের অকপট জবাব, "নিজের অতীতকে কখনও উপেক্ষা করা যায় না। মাঝেমাঝেই আমি আমার অতীতে ফিরে যাই। সেই সময়গুলোর জন্যই আজকের আমি। অতীত আমাকে অনেক ভালবাসা, রাগ দুঃখ ক্ষোভ দিয়েছে। এবং আমার ক্ষেত্রে যেটা অল্প কিন্তু তবুও আছে সেটা হল ঘৃণা। সেটাও পেয়েছি, তবে অতীত যেমনই হোক না কেন তাকে কখনও ফেলে দেওয়া যায় না। আমরা সবাই মাঝে মাঝে অতীতে ফিরে যাই।"
আসলে অতীত এবং বর্তমান, দুই নিয়েই বাঁচতে ভালবাসেন প্রসেনজিৎ। তাই বর্তমান প্রজন্মের সঙ্গে তাল মিলিয়ে চলতেও দ্বিধাবোধ করেন না। তাঁর কথায়, "এই বদল গুলোকে মেনে না নিলে আমাকে পিছিয়ে পড়তে হবে। আমি প্রচুর বদল দেখেছি, তবে যেই সময় যেটা এসেছে, তার সঙ্গে খাপ খাইয়ে নিয়েছি, এটাই তো করা উচিত। না হলে বর্তমান প্রজন্মর থেকে দূরে সরে যেতে হবে।"
প্রসেনজিৎ এবং দেবশ্রী টলিউডের অন্যতম জনপ্রিয় জুটি। তবে ব্যক্তিগত জীবনে বিচ্ছেদে ছায়া পড়েছে পেশাগত ক্ষেত্রেও। শুধু কাজ নয়, তাঁদের পাশাপাশি একসঙ্গে কোথাও দেখা যায়নি এত বছর। কথাও হয়নি। তবে এতদিন বাদে সব দূরত্ব মুছে আবার কি সেই জুটিকে দেখা যাবে বড় পর্দায়? উত্তর দেবে সময়।
