সংবাদ সংস্থা মুম্বই: একটা ‘নাক’ বদলে দিল বলিউডের ইতিহাস? আজকের 'গ্লোবাল সেনসেশন' প্রিয়ঙ্কা চোপড়া, যিনি এক সময় ‘প্লাস্টিক চোপড়া’ বলে ট্রোলড হয়েছিলেন, তাঁর প্রথম বলিউড ছবির আগে চেহারা নিয়ে প্রশ্ন উঠেছিল! কে তুলেছিলেন সেই প্রশ্ন? আর কেনই বা উঠেছিল?

২০০৩ সালে মুক্তি পাওয়া জনপ্রিয় ছবি ‘আন্দাজ’, যেখানে প্রিয়ঙ্কার সঙ্গে ছিলেন লারা দত্ত এবং অক্ষয় কুমার—সেই ছবির প্রযোজক সুনীল দর্শন সম্প্রতি বিস্ফোরক মন্তব্য করলেন। এক সাক্ষাৎকারে তিনি জানান, আন্দাজ শুরুর আগে তিনি প্রিয়ঙ্কাকে স্পষ্ট বলেছিলেন, “তোমার নাকের গঠনটা নিয়ে কিছু করতে হবে।” তাঁর মতে, প্রিয়ঙ্কা দেখতে “প্রথাগত সুন্দরী” না হলেও তাঁর মধ্যে একটা অদ্ভুত আকর্ষণ ছিল,  চুম্বকত্ব ছিল, ছিল এক অদ্ভুত আত্মবিশ্বাস।

 

আরও পড়ুন:  ‘ডন’ হচ্ছেন রণবীর-ই, সঙ্গে ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়াও? রুদ্ধশ্বাস সব চমক নিয়ে ‘ডন ৩’র প্রস্তুতিতে ফারহান!

সুনীল দর্শনের কথায়, “আমি ওকে বলেছিলাম বিষয়টা নিয়ে ভাবতে। ওর বাবা-মা দু’জনেই ডাক্তার ছিলেন, কাজেই ব্যাপারটা জটিল হয়নি। ওরাও জানতেন, এটা করা দরকার।” প্রিয়ঙ্কা পরে জানিয়েছিলেন, চিকিৎসাজনিত কারণে তাঁর নাকে অপারেশন করতে হয়েছিল—নাসারন্ধ্রে পলিপ থাকার জন্য শ্বাস নিতে অসুবিধা হচ্ছিল। কিন্তু সেই ‘রুটিন’ অপারেশনই হয়ে দাঁড়ায় তাঁর জীবনের ট্র্যাজেডি। অপারেশনের পর চেহারায় বড় বদল আসে, বলিউডে যাত্রাপথ প্রায় থমকে যেতে বসেছিল। আর তখনই ওঠে সেই বিতর্কিত ট্যাগলাইন—‘প্লাস্টিক চোপড়া’!

হলিউডের এক বিখ্যাত রেডিয়ো শো-তে এই প্রসঙ্গে প্রিয়ঙ্কা নিজে বলেছেন, “ঘটনাটা ভয়ানক ছিল। সবে ‘মিস ওয়ার্ল্ড’-এর শিরোপা জিতেছি, আর তখনই এমন অপারেশন মিসহ্যান্ডল... আমার আত্মবিশ্বাস তলানিতে এসে গেছিল।” তবুও থেমে থাকেননি অভিনেত্রী। সুনীল দর্শনের মতে, “ওর মধ্যে একটা আলাদা চমক ছিল। চেহারার ছাড়াও ওর কণ্ঠস্বর, আত্মবিশ্বাস—সব মিলিয়ে আমি জানতাম, এই মেয়েটা অনেক দূর যাবে।”

আজ সেই মেয়ে হলিউডে, ওটিটি-তে, প্রোডাকশনে, সর্বত্র নিজের জমি তৈরি করে নিয়েছে। কিন্তু তার পেছনের এই ‘সার্জিক্যাল স্ট্রাগল’ই যেন প্রমাণ করে, খুঁত থেকে শুরুও হতে পারে এক মহাজয়ের গল্প। এই মুহূর্তে প্রিয়ঙ্কার সফর শুধুই সাফল্যের নয়, এটা একরকম রূপকথা—যার শুরু হয়েছিল এক অপারেশন টেবিল থেকে!

 

জোর গুঞ্জন, ফারহানের টিমের তরফে নাকি প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। যদি অভিনেত্রী ফিরে আসেন এই ফ্র্যাঞ্চাইজিতে, তবে নিঃসন্দেহে তা হবে বলিউডের অন্যতম বিস্ফোরক কামব্যাক! রোমা চরিত্রের দৃঢ়তা, জটিলতা এবং আকর্ষণ—যা প্রিয়াঙ্কা এক সময় পর্দায় ফুটিয়ে তুলেছিলেন—সেটি ফের দেখা গেলে ‘ডন ৩’ নিঃসন্দেহে এক অন্য উচ্চতায় পৌঁছবে।সূত্র আরও বলছে, ‘ডন ৩’-তে আরও একটি চমকপ্রদ কাস্টিং হতে চলেছে। বিক্রান্ত ম্যাসি-কে দেখা যেতে পারে এক গুরুত্বপূর্ণ ভূমিকায়, যা ডন-এরএকেবারে বিপরীত মেরুর চরিত্র—এক তরুণ ইন্টেলিজেন্স অফিসার, যার একমাত্র লক্ষ্য ডন-কে ধরার। এই ম্যাচআপ যদি সত্যি হয়, তবে রণবীর বনাম বিক্রান্ত হতে চলেছে এক রুদ্ধশ্বাস সংঘর্ষ!ফারহান আখতার জানিয়ে দিয়েছেন, ‘ডন ৩’ হবে আন্তর্জাতিক মানের, আন্তর্জাতিক মাত্রার অ্যাকশন” সম্বলে তৈরি এক ছবি, যার মধ্যে থাকবে বলিউডি নির্যাস। তাঁর দাবি,আন্তর্জাতিক ভিএফএক্স টিম, বিদেশে শুটিং, মারাত্মক অ্যাকশন কোরিওগ্রাফি—সব কিছু নিয়েই এক বিশ্বমানের ক্রাইম-অ্যাকশন ফিল্ম হতে চলেছে ‘ডন ৩’।