সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
শোকের ছায়া চোপড়া পরিবারে
প্রয়াত প্রিয়াঙ্কা চোপড়ার কাকা রামন রাই হন্ডা। সম্পর্কে তিনি তুতো বোন মান্নারা চোপড়ার বাবা। গত ১৬ জুন পরলোক গমন করেন মডেল ও অভিনেত্রী মান্নারার বাবা। পেশায় তিনি ছিলেন একজন আইনজীবী। জানা যাচ্ছে, বয়সজনিত কারনে বেশ কিছুদিন শারীরিক সমস্যায় ভুগছিলেন। তবে অসুস্থতার নির্দিষ্ট কোনও কারণ প্রকাশ্যে আসেনি। রামন রাই হন্ডার মৃত্যুতে চোপড়া পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
স্পটলাইট কাড়ল আমির-গৌরী
২০ জুন বড়পর্দায় মুক্তি পাচ্ছে 'সিতারে জমিন পর'। তার আগে ছবির স্পেশাল স্ক্রিনিংয়ে প্রেমিকা গৌরীকে নিয়ে হাজির হয়েছিলেন আমির খান। গৌরী স্প্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে কখনও রাখঢাক করেননি আমির। এর আগেও বহুবার দু'জনকে একসঙ্গে দেখা গিয়েছে। এবার গৌরীর হাতে হাত রেখে নিজের ছবির স্পেশাল স্ক্রিনিংয়ে হাজির হন 'মিস্টার পারফেকশনিস্ট'।
নয়া মোড় মডেল খুনে!
শুটিং করতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন হরিয়ানার মডেল শীতল। পরিবারের তরফে নিখোঁজ ডায়েরি করার পর খাল থেকে তাঁর দেহ উদ্ধার হয় পুলিশি তৎপরতায়। এবার হরিয়ানার মডেল খুনে নয়া মোড়। তদন্তে উঠে আসছে ত্রিকোণ প্রেম। তার জেরেই খুন হন মডেল শীতল চৌধুরী। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তি সুনীলকে হাসপাতাল থেকে গ্রেপ্তার করা হয়। শীতলকে খুনের দায় স্বীকারও করেছে অভিযুক্ত।
