সম্প্রতি বলিউড এবং দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র জগতে সবচেয়ে বড় জল্পনার জন্ম দিয়েছে মেগা বাজেট ছবি 'কল্কি ২৮৯৮ এডি'-এর সিক্যুয়েল 'কল্কি ২'। প্রথম পর্বে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন দীপিকা পাডুকোন। কিন্তু অপ্রত্যাশিতভাবে এই সিক্যুয়েল থেকে তিনি সরে যাওয়ার পর পরই তাঁর জায়গায় কে আসছেন- তা নিয়েই চলছে জোর আলোচনা।
প্রযোজনা সংস্থা ভাইজয়ন্তী মুভিজ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে, তারা 'সাবধানতার সঙ্গে বিবেচনা করে' দীপিকার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। তাদের মতে, 'কল্কি ২৮৯৮ এডি'-এর মতো একটি ছবির জন্য যে পরিমাণ 'প্রতিশ্রুতি' প্রয়োজন, তা পাওয়া যাচ্ছিল না। যদিও নির্মাতারা সরাসরি কোনও কারণ উল্লেখ করেননি। তবে সূত্রের খবর অনুযায়ী, দীপিকার সরে যাওয়ার প্রধান কারণ ছিল পারিশ্রমিক এবং কাজের সময় সংক্রান্ত শর্ত।
আর দীপিকার বিদায়ের পর তাঁর চরিত্রে কাকে নেওয়া হবে, তা নিয়ে জল্পনা শুরু হয়। সবচেয়ে বেশি যে নামটি কানাঘুষো ছড়াতে থাকে তা হলেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। বলিউড থেকে হলিউডে প্রতিষ্ঠিত অভিনেত্রীর আন্তর্জাতিক পরিচিতি এবং প্যান-ইন্ডিয়ান আবেদন এই ফ্র্যাঞ্চাইজির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশেষত, যখন তিনি ইতিমধ্যেই এসএস রাজামৌলি এবং মহেশ বাবুর সঙ্গে প্যান-ইন্ডিয়ান ছবি 'বারাণসী'-তে কাজ শুরু করেছেন। তাই 'কল্কি ২'-এর মতো একটি ছবিতে তাঁর উপস্থিতি দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের কেরিয়ারের জন্য বিশাল পদক্ষেপ হতে পারে।
এদিকে প্রিয়াঙ্কার নাম শোনা গেলেও, তাঁর কাস্টিং নিশ্চিত করার পথে কিছু 'বাধা' রয়েছে। যা আশ্চর্যজনকভাবে দীপিকার সমস্যার মতোই। খবর বলছে, প্রিয়াঙ্কাও চুক্তির বিষয়ে আলোচনা করার সময় পারিশ্রমিক নিয়ে বেশ জোরালো দাবি জানিয়েছেন, যা প্রায় দীপিকার মতোই। যা নির্মাতাদের জন্য বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
এছাড়াও, নতুন মা হিসেবে প্রিয়াঙ্কাও তাঁর মেয়ের জন্য সময় এবং শিডিউলে শিথিলতা চেয়েছেন। তবে সূত্রের খবর, এই সময়সূচির বিষয়টি তেমন বড় বাধা নয়, কারণ প্রিয়াঙ্কা মেয়েকে নিয়ে শুটিং লোকেশনে যেতে প্রস্তুত। কিন্তু পারিশ্রমিকের বিষয়টি নিয়েই চূড়ান্ত আলোচনা চলছে।
প্রযোজকদের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি, তবে জল্পনা চলছে, প্রিয়াঙ্কার আন্তর্জাতিক তারকা মূল্য, ছবিটিকে অন্য মাত্রায় নিয়ে যেতে পারে।
শোনা গিয়েছিল, দীপিকা তাঁর পারিশ্রমিক ২৫ শতাংশ বাড়ানোর পাশাপাশি দৈনিক ৮ ঘণ্টার কাজের সময়সীমা বেঁধে দেওয়ার দাবি করেছিলেন। মা হওয়ার পর তিনি তাঁর পারিবারিক জীবন ও কাজকে ভারসাম্য রাখতে এই নিয়ম চেয়েছিলেন। তবে, নির্মাতারা এই শর্তে রাজি না হওয়ায় আলোচনা ব্যর্থ হয় এবং দীপিকাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। রণবীর সিং ঘরণী অবশ্য প্রকাশ্যে এই শর্ত রক্ষা করে কাজ করার পক্ষেই মত দেন।
এদিকে প্রিয়াঙ্কা ছাড়াও, দীপিকার বিকল্প হিসেবে আলিয়া ভাট, সাই পল্লবী এবং অনুষ্কা শেঠির নামও আলোচনায় রয়েছে। নির্মাতারা এমন একজন অভিনেত্রীকে খুঁজছেন, যিনি প্রভাসের বিশাল তারকা ক্ষমতার সঙ্গে মানানসই হবেন এবং সিক্যুয়েলটিকে আরও উচ্চতায় নিয়ে যেতে পারবেন।
সব মিলিয়ে, 'কল্কি ২' ছবিতে দীপিকা পাডুকোনের বিদায়ের পর প্রিয়াঙ্কা চোপড়ার সম্ভাবনা নিয়ে বলিউডে উত্তেজনা তুঙ্গে। তবে চূড়ান্ত চুক্তি ও ঘোষণা না হওয়া পর্যন্ত শুধুমাত্র জল্পনাই থেকে যাচ্ছে।
