বলি অভিনেত্রী সোনম কাপুর এবং তাঁর স্বামী, ব্যবসায়ী আনন্দ আহুজা দ্বিতীয় সন্তানের অপেক্ষায় আছেন। বলিউডে গুঞ্জন এমনটাই। এক সংবাদমাধ্যম সূত্রে খবর, অনিল কাপুরের কন্যা বর্তমানে অন্তঃসত্ত্বাকালীন দ্বিতীয় ট্রাইমেস্টারে আছেন।
অভিনেত্রীর ঘনিষ্ঠ বৃত্তের এক ব্যক্তির কথায়, “সোনম এখন তাঁর গর্ভাবস্থার দ্বিতীয় ট্রাইমেস্টারে আছেন, এবং এই খবরে দুই পরিবারই অত্যন্ত খুশি।” এই খবর সামনে আসার পর থেকেই জল্পনার সূত্রপাত। যদিও এখনও পর্যন্ত এই সুখবরের আনুষ্ঠানিক ঘোষণা করেননি সোনম-আনন্দ।
তবে করওয়া চৌথের উদযাপনে তিনি নজর কাড়েন পাপারাজ্জিদের। প্রতি বছরের মতো স্বামীর মঙ্গল কামনায় এই রীতি মানতে দেখা গেল সোনমকে। অভিনেত্রীকে গাড়িতে দেখে ছুটে যান পাপারাজ্জিরা। ক্যামেরা দেখে পেটে হাত চাপা দিতে দেখা যায় সোনমকে। অভিনেত্রীকে দেখে বোঝা যায় তিনি যেন স্ফীতোদর আগলানোর চেষ্টা করছিলেন। সোনমের এই ছবি, ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।

প্রসঙ্গত, সোনম এবং আনন্দ দীর্ঘদিন প্রেমের পর বিয়ে করেছিলেন ২০১৮ সালের মে মাসে। ২০২২-এর আগস্টে তাঁদের প্রথম সন্তান বায়ু এসেছে। তারপরে থেকে সোনম মাঝেমধ্যেই মাতৃত্বের যাত্রার ছোট ছোট মুহূর্ত শেয়ার করেছেন, যেখানে তাঁর গ্ল্যামারাস অন-স্ক্রিন ব্যক্তিত্বের সঙ্গে মিশে গিয়েছে এক দায়িত্বশীল মায়ের ছবি।
চলতি বছরের আগস্টে বায়ু যখন তিন বছরের হল, সোনম একটি হৃদয়স্পর্শী জন্মদিনের বার্তায় লিখেছিলেন, ‘শুভ জন্মদিন আমার ছোট্ট ছেলে। তুমি সর্বদা এমনই কৌতূহলী, চিন্তাশীল এবং মিষ্টি থেকো। আশা করি, তোমায় সবসময় ভালবাসা, সঙ্গীত এবং আনন্দ ঘিরে থাকবে। মা তোমাকে খুব ভালবাসে।’
আরও পড়ুন: তড়িঘড়ি আদালতে ছুটলেন সুনীল শেট্টি! হঠাৎ কোন আইনি জটে জড়ালেন অভিনেতা?
বায়ুর দাদু, সোনমের বাবা অভিনেতা অনিল কাপুরও বিশেষ এই দিনে তাঁর আনন্দ প্রকাশ করেছিলেন। তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন, বায়ু! তুমি আমাদের জীবনে আসার পরেই প্রতিটি হৃদয় আনন্দ এবং ভালবাসায় ভরে উঠেছে।’
সোনম বলিউড পা রেখেছিলেন সঞ্জয় লীলা বানসালির ‘সাওয়ারিয়া’-র হাত ধরে। পরবর্তীতে তিনি ‘রাঞ্ঝনা’ এবং ‘নীরজা’-র মতো হিট ছবি দর্শককে দিয়েছেন। সোনমকে সর্বশেষ দেখা গিয়েছে ২০২৩ সালের ক্রাইম-থ্রিলার ‘ব্লাইন্ড’-এ, যা ২০১১ সালের একই নামের কোরিয়ান ছবির রিমেক। সোম মখিজা পরিচালিত এবং সুজয় ঘোষ প্রযোজিত এই ছবি দিয়েই ‘দ্য জোয়া ফ্যাক্টর’-এর ছ’বছর পর ফের বড়পর্দায় ফেরেন সোনম।
পরবর্তীতে সোনমকে দেখা যাবে ‘ব্যাটল ফর বিটোরা’-য়, যা অনুজা চৌহানের উপন্যাস অবলম্বনে তৈরি। সোনম শুধুই অভিনয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকেননি। তিনি ফ্যাশন জগতেও নিজের নাম প্রতিষ্ঠা করেছেন। বিভিন্ন আন্তর্জাতিক ফ্যাশন ইভেন্টে অংশগ্রহণ এবং রেড কার্পেটে তাঁর উপস্থিতি তাঁকে স্টাইল আইকন হিসাবে পরিচিত করেছে। তিনি প্রায়ই তাঁর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফ্যাশন এবং লাইফস্টাইলের নানা টিপস দেন, যা তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হিসাবে কাজ করে।
মাতৃত্বের পাশাপাশি সোনম সবসময় পেশাদারিত্ব বজায় রেখেছেন। তিনি শুটিং, প্রচারণা এবং মডেলিং-এর সঙ্গে সন্তানের যত্নও সামলান। পরিবারের প্রভাব এবং সমর্থন তাঁকে ছোটবেলা থেকেই সৃজনশীল কাজের দিকে উদ্বুদ্ধ করেছে। সেই যাত্রা এখনও অব্যাহত।
