অক্টোবরে দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন কমেডিয়ান ভারতী সিং। সম্প্রতি এক ভ্লগে তিনি নিজের শারীরিক অবস্থা সম্পর্কে গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করেছেন। ভারতী জানান, হঠাৎ করেই তাঁর ব্লাড সুগারের মাত্রা বেড়ে গিয়েছে, আর এই কারণেই তিনি অনাগত সন্তানের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

ভারতী জানান, জলখাবারের আগে ব্লাড সুগার পরীক্ষা করেই তিনি অবাক হয়ে যান, কারণ মাত্রা স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি ছিল। তিনি বলেন, “আমি তো কোনও মিষ্টি খাই না। সকালে মাত্র এক কাপ গুড় দেওয়া চা খাই। তাই বুঝতে পারছি না, এটা কেন হচ্ছে। খুব রাগ হচ্ছে। হর্ষও দেশে নেই—গতরাতে কাজের জন্য দুবাই চলে গিয়েছে। ওকে ছাড়া আমি খুব একা লাগছে। আমি এমন কিছুই খাই না, যা সুগার বাড়ায়। স্ট্রেসও নেই তেমন।”

শরীরের এই হাল দেখে চিকিৎসক তাঁকে বকাবকি করবেন বলেই ধরে নিচ্ছেন ভারতী। তাঁর কথায়, “অনেক সপ্তাহ ধরে আমি খুব নিয়ম মেনে ডায়েট করছি। মিলেট খাচ্ছি, রুটি-ভাত—সব ধরনের কার্ব পুরো এড়িয়ে চলছি। তবুও সুগার এত বাড়ল কেন, বুঝতে পারছি না। খুব ভয় লাগছে—শুধু চাই, যেন আমার বাচ্চার কোনও ক্ষতি না হয়।”

তিনি আরও জানান, এত দিন ধরে কড়া ডায়েট মেনে চলার পরও যখন সুগার বেড়ে গেল, তখন রাগের মাথায় মিলেট না খেয়ে তিনটি রুটি খেয়ে ফেলেন।
সংক্ষিপ্ত প্রেমপর্বের পর ২০১৭ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হন ভারতী এবং হর্ষ লিম্বাচিয়া। তাঁদের প্রথম সন্তান লক্ষের জন্ম ২০২১ সালে। চলতি বছরের অক্টোবরে সুইজারল্যান্ডে ছুটি কাটাতে গিয়ে দ্বিতীয়বারের মতো সন্তানসম্ভবা হওয়ার ঘোষণা করেন ভারতী। 

লক্ষ্য ওরফে গোলার বয়স এখন প্রায় তিন বছর। ২০২২ সালের এপ্রিল মাসে তাঁদের প্রথম সন্তান লক্ষ্য-এর জন্ম হয়। এই দম্পতি তাঁদের প্রথম সন্তানের জন্মের পর থেকেই বহুবার তাঁদের ভ্লগ এবং সাক্ষাৎকারে দ্বিতীয় সন্তান নেওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন। তাঁদের ইচ্ছা ছিল, গোলা বড় হওয়ার আগেই তার খেলার সঙ্গী আসুক। তাঁদের সেই ইচ্ছা পূরণ হতে চলেছে। একটি ভিডিওয় ভারতী মজা করে জানিয়েছেন যে, গোল্লা বড় দাদা হতে চলেছে!

মুম্বই সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে ভারতী সিং তাঁর দ্বিতীয়বার মা হওয়া নিয়ে কিছু মজার তথ্য ভাগ করেছেন। তিনি জানান, আড়াই মাসের অন্তঃসত্ত্বা হওয়ার পরেও, তাঁর ভারী চেহারার কারণে তিনি নাকি নিজেই তা বুঝতে পারেননি! ভারতী বলেন, "আমি একটু মোটা তো! তাই বুঝতেই পারিনি। দিব্যি শুটিং করছিলাম, দৌড়াচ্ছিলাম, নাচছিলাম। হঠাৎ মনে হল একবার পরীক্ষা করে দেখা যাক। যখন আমি পরীক্ষা করলাম, আমি টেস্ট কিটটি নামিয়ে রেখেছিলাম আর সঙ্গে সঙ্গে বাইরে চলে এসেছিলাম, কারণ কোনও প্রত্যাশা ছিল না। তারপর ফিরে এসে দেখলাম কিটের উপরে দুটো দাগ আছে। আমি হর্ষকে তক্ষুণি সেই খবরটা দিই। সুতরাং এটি আমাদের জন্য একটি বিস্ময় ছিল।"

অন্য দিকে, খুব শীঘ্রই ‘লাফটার শেফস সিজন ৩’-এর সঞ্চালক হিসাবে আবার পর্দায় ফিরছেন ভারতী। শোয়ে থাকছেন তেজস্বী প্রকাশ, করণ কুন্দ্রা, এলভিশ যাদব, জান্নাত জুবের আলি গনি-সহ আরও অনেক তারকা। অনুষ্ঠানটি ২২ নভেম্বর থেকে কালার্স টিভিতে সম্প্রচারিত হবে।