নিজস্ব সংবাদদাতা: ‘একা মা’-এর গল্প নয়, এবারে ‘একা বাবা’র গল্প নিয়ে আসছেন পরিচালক প্রতিম ডি গুপ্ত। ছবির নাম ‘রান্নাবাটি’। জানা গিয়েছে, প্রতিমের এই ছবি বাবা-মেয়ের গল্প, বাবার ‘মা’ হয়ে ওঠার যাত্রা। প্রতিম ডি গুপ্তের ‘রান্নাবাটি’তে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন ঋত্বিক চক্রবর্তী, সোহিনী সরকার। রয়েছেন অনির্বাণ চক্রবর্তীও। সম্প্রতি, মুক্তি পেয়েছে এই তিন অভিনেতার সাজ। তবে এই ছবিতেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন টোটা!
আজকাল ডট ইন-কে প্রতিম জানিয়েছেন, সোহিনী এই ছবিতে সরাসরি নায়ক ঋত্বিকের বিপরীতে অভিনয় করবেন না। সোহিনীর স্বামীর চরিত্রে অভিনয়ের জন্য টোটাকে ভেবে রেখেছেন তিনি। কারণ চরিত্রটি ছোট্ট হলেও বেশ গুরুত্বপূর্ণ। এবং দারুণ আকর্ষণীয়। পরিচালকের কথায়, " টোটাদাকে একপ্রস্থ জানিয়ে রেখেছি হালকা চালে। সেভাবে এখনও খুলে বলিনি। ওঁর আগে আপনাকেই বললাম। " হাসতে হাসতে মন্তব্য পরিচালকের। আরও বলেন, " আশা করি, এই চরিত্রে দর্শকের সামনে টোটা রায়চৌধুরীকেই হাজির করতে পারব। তাঁর কথা থেকেই জানা গেল, ফেব্রুয়ারির মাঝামাঝি থেকেই 'রান্নাবাটি'র শুটিং শুরু হবে কলকাতা জুড়ে।
প্রসঙ্গত, এই ছবিতে ঋত্বিকের চরিত্রের নাম সুমিত দাশগুপ্ত। গল্পের কেন্দ্রবিন্দুতে থাকবে তাঁর কিশোরী মেয়েও। ছবিতে দেখা যাবে, স্ত্রীর আকস্মিক মৃত্যুতে প্রায় অথৈ জলে পড়ে ঋত্বিক। প্রতিমের 'মাছের ঝোল' ছবিতে ঋত্বিকের চরিত্র রান্না জানলেও এখানে কিন্তু রান্নাঘরের কোনও কাজ-ই পারে না। বোঝে না মেয়ের মনে কী চলছে। ফলে তাদের বনিবনার সমস্যা দেখা দেয়। এবং সেই ফাঁকেই এন্ট্রি নেবে ঋতা রে। সে রান্নায় পটিয়সী। ক্লাসও করায় রান্না শেখানোর। 'ঋতা'র চরিত্রে দেখা মিলবে সোহিনীর। আলাপ হওয়ার পর কীভাবে সোহিনী ঋত্বিক ও তাঁর মেয়ের সম্পর্কের রসায়ন বদলায়, তাঁদের মধ্যেও বা কেমন সম্পর্ক তৈরি হয়, কী ঘটে তারপর-সেসব নিয়েই এগোবে এই ছবি।
