টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?


এশার পাত্র খোঁজার দায়িত্বে ছিলেন সৎ মা? 


বলিউড অভিনেতা ধর্মেন্দ্রের পারিবারিক সম্পর্ক বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে থেকেছে। তাঁর প্রথম স্ত্রী প্রকাশ কৌর এবং দ্বিতীয় স্ত্রী হেমা মালিনীর কন্যা এশা দেওলের মধ্যেকার সম্পর্ক নিয়েও অনুরাগীদের মধ্যে কৌতূহল ছিল দীর্ঘদিনের। সম্প্রতি এশা দেওলের বিবাহবিচ্ছেদের আবহে পুরোনো একটি ঘটনা আবারও সামনে এসেছে, যা প্রকাশ কৌর এবং এশার মধ্যেকার গভীর স্নেহের সম্পর্ককে তুলে ধরে। মুম্বই সংবাদমাধ্যমের সূত্রে জানা যায়, এক সময় অভিনেত্রী এশা দেওলের জন্য পাত্র বা বিয়ের সম্বন্ধ খোঁজার ক্ষেত্রে প্রকাশ কৌর সক্রিয় ভূমিকা নিয়েছিলেন। যদিও এশা দেওল ধর্মেন্দ্র এবং হেমা মালিনীর সন্তান, কিন্তু পারিবারিক সংকটের মুহূর্তে এবং কন্যার ভবিষ্যতের কথা ভেবে প্রকাশ কৌরই একপ্রকার অভিভাবকের মতো এই দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। এই ঘটনাটি প্রমাণ করে যে এশা এবং প্রকাশ কৌর শুধুমাত্র আইনি সম্পর্কের বাঁধনে আবদ্ধ নন, বরং তাঁদের মধ্যে রয়েছে এক আন্তরিক মাতৃস্নেহ ও বন্ধন। প্রকাশ কৌর সবসময়ই এশাকে নিজের মেয়ের মতোই দেখতেন এবং তাঁর জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পাশে থাকার বার্তা দিয়েছিলেন। যখন এশার বিয়ের প্রস্তুতি চলছিল, তখন ধর্মেন্দ্রের প্রথম পরিবারের পক্ষ থেকে প্রকাশ কৌরই এশাকে সমর্থন জানাতে এগিয়ে এসেছিলেন।


গৌরীকে পেয়ে 'ধন্য' আমির!

 

বলিউড সুপারস্টার আমির খান তাঁর ব্যক্তিগত জীবন এবং অভিনেত্রী গৌরী স্প্র্যাট-এর সঙ্গে নতুন করে প্রেম খুঁজে পাওয়ার অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন। তিনি স্বীকার করেছেন যে, এই সম্পর্কের জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না বা প্রত্যাশা করেননি। সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির খান জানান, গৌরী স্প্র্যাট-এর সঙ্গে তাঁর সম্পর্ক সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে শুরু হয়েছে। তিনি বলেন, "আমি একেবারেই আশা করিনি যে আমি আবার প্রেমে পড়ব। আমি ভাবতেই পারিনি এমনটা হবে।" তবে এই নতুন অধ্যায় শুরু হওয়ায় তিনি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করেন।
আমির খানের কথায়, এই সম্পর্ক তাঁর জীবনে এক নতুন আনন্দ ও শান্তি এনে দিয়েছে। তিনি গৌরীকে তাঁর জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বিশ্বাস করেন, জীবন অপ্রত্যাশিতভাবে সুন্দর মোড় নেয় এবং গৌরী স্প্র্যাট-এর আগমন তাঁর জীবনে সেই সৌন্দর্যেরই প্রতীক। অভিনেতা আরও জানান যে, তিনি এই সম্পর্কটিকে অত্যন্ত গোপনে এবং একান্ত ব্যক্তিগতভাবে লালন করতে চান। গৌরী স্প্র্যাট-এর প্রতি তাঁর গভীর অনুভূতি প্রকাশ করে তিনি জানান, জীবনের এই পর্যায়ে এসে এমন একজন সঙ্গীকে খুঁজে পাওয়া তাঁর জন্য একটি আশীর্বাদ।


সন্তানের জন্য বিরাট পদক্ষেপ ভিকির


বলিউড তারকা ভিকি কৌশল এবং ক্যাটরিনা কইফের জীবনে সদ্য এসেছে নতুন অতিথি—তাঁদের প্রথম পুত্রসন্তান। এই আনন্দের মুহূর্তে ভিকি কৌশল নিজের এবং পরিবারের জন্য একটি নতুন, চোখ ধাঁধানো বিলাসবহুল গাড়ি কিনেছেন। ছেলের আগমনকে আরও বিশেষ করে তুলতেই এই বড় পদক্ষেপ অভিনেতার। জানা গিয়েছে, ভিকি কৌশল সম্প্রতি একটি বিশাল অঙ্কের নতুন গাড়ি কিনেছেন। যদিও রিপোর্টটিতে গাড়ির সঠিক মডেল বা দাম সরাসরি উল্লেখ করা হয়নি, তবে সূত্র মারফত খবর, এই গাড়িটি অত্যন্ত বিলাসবহুল, যার দাম কোটি টাকার কাছাকাছি। বলিউডের এই জনপ্রিয় দম্পতির জীবনে এখন খুশির বন্যা, আর এই নতুন গাড়িটি সেই উদযাপনেরই অংশ। ক্যাটরিনা ও ভিকি দু'জনেই তাঁদের ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতে ভালবাসেন। তাঁরা এখনও সন্তানের নাম বা ছবি প্রকাশ্যে আনেননি। তবে সন্তানের জন্মের পরই ভিকির এই দামি উপহার কেনার খবর তাঁদের অনুরাগীদের মধ্যে নতুন করে উৎসাহের সৃষ্টি করেছে। এর থেকে স্পষ্ট, নতুন সদস্যকে পেয়ে পরিবারে উৎসবের মেজাজ।