মেয়েকে নিয়েই এখন দিন কাটছে তাঁর। মাত্র ২১ বছর বয়সে মা হয়েছেন অভিনেত্রী অহনা দত্ত। তাই রোজ নতুন কিছু শিখছেন তিনি। অন্তঃসত্ত্বা থাকালীন অহনা মাঝেমধ্যেই অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতেন তার দৈনন্দিন রুটিন। সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই ঠিক করে ফেলেছিলেন তার নাম। কিছুদিন আগেই প্রকাশ্যে এনেছেন মেয়ের নাম।

 

 

যদিও অহনা মেয়ের মুখ দেখাননি এখনও পর্যন্ত। কিন্তু নামটা প্রকাশ্যে এনেছেন। অহনা জানিয়েছেন মেয়ের নাম রেখেছেন 'মীরা'। আসলে শাশুড়ি মার নামে মেয়ের নামকরণ করেছেন অভিনেত্রী। মেয়ের জন্মের পর দীপঙ্কর জানিয়েছিলেন, তাঁর মনে হয়েছে তাঁদের সন্তান রূপে তাঁর মা-ই ফিরে এসেছেন। তাই মেয়ের নামও মায়ের নামেই রেখেছেন অহনা-দীপঙ্কর।

 


এখন মাতৃত্বকালীন ছুটিতে আছেন অহনা। তবে এবার অভিনেত্রী কাজে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। 'অনুরাগের ছোঁয়া'য় 'মিশকা'র চরিত্রে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি। ধারাবাহিক থেকে অহনা বিরতি নেওয়ার পরেই আবার তাঁকে 'মিশকা'র চরিত্রে দেখার জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন অনুরাগীরা। টলিপাড়ার অন্দরের খবর, অনুরাগীদের ইচ্ছে হয়তো পূরণ হতে চলেছে! 'অনুরাগের ছোঁয়া'র নতুন অধ্যায়ে ফেরার জন্য নাকি প্রস্তাব গিয়েছে অহনার কাছে। 

 


অহনার কাছে প্রস্তাব গিয়েছে, নতুন ধারাবাহিকেরও। আপাতত সবদিক সামলে কোন প্রস্তাব গ্রহণ করবেন তিনি সেটাই দেখার। এখানে প্রশ্ন উঠছে যে অহনা যদি 'অনুরাগের ছোঁয়া'য় ফেরেন তবে এবার 'মিশকা'র চরিত্রটি কীভাবে গল্পে দেখানো হবে? একদিকে খলচরিত্রে কুন্তলা তো আছেই, অন্যদিকে, মিশকা ফিরলে জোড়া ভিলেনের দাপটে গল্প কোন দিকে এগোবে? যদিও তা এখনও পর্যন্ত জানা যায়নি। 

 


তবে খুব তাড়াতাড়িই যে ছোটপর্দায় আবারও দেখা মিলবে অহনার তা বলাই বাহুল্য। অহনা এর আগে নিজেই জানিয়েছিলেন, এখন মেয়েকে নিয়ে সময় কাটলেও বিজ্ঞাপনের শুটিং বা কিছু অনুষ্ঠানের কাজ করছেন। খুব তাড়াতাড়িই অভিনয়ে ফেরার কথাও ভাবছেন তিনি। তবে সবটাই ভাল প্রস্তাব ও পরিস্থিতির উপর ছেড়েছেন অহনা। 

 


প্রসঙ্গত, একরত্তি মেয়ে মীরাকে নিয়ে নানা ভিডিও সমাজমাধ্যমে ভাগ করতে দেখা যায় অহনাকে। কখনও মেয়ের সঙ্গে তিনি খেলছেন, কখনও আবার নতুন মা হিসেবে নতুন কিছু উপলব্ধি করার কথাও অবলীলায় ভাগ করে নেন অহনা। ছোটপর্দা থেকে এখন দূরে থাকলেও অভিনেত্রীর জনপ্রিয়তায় কিন্তু একটুও ভাটা পড়েনি।