নিজস্ব সংবাদদাতা: প্রতি সপ্তাহে টিআরপিতে তেমন ফল করতে না পারলেও দর্শক মনে জায়গা করে নিয়েছে 'মিঠিঝোরা'। জি বাংলার এই ধারাবাহিক জনপ্রিয়তায় এগিয়ে গিয়েছে অনেকটা পথ। গল্পের মোড়ে নিত্যনতুন চমক দারুণ উপভোগ করছেন সিরিয়ালপ্রেমীরা।
রাই-অনির্বাণের জুটিকে দর্শক দিয়েছেন দারুণ ভালবাসা। দু'জনের মধ্যে যতই ভুল বোঝাবুঝি থাকুক না কেন, দিনশেষে একে অপরের মধ্যেই সুখ খুঁজে নেয় তারা। কিন্তু বাস্তবে টলিপাড়ার অন্য এক অভিনেত্রীর সঙ্গে চুটিয়ে প্রেম করছেন পর্দার 'অনির্বাণ' ওরফে সুমন দে। টেলিভিশনের পরিচিত মুখ শীর্ষা গুহঠাকুরতার সঙ্গে নাকি প্রেমের সম্পর্কে জড়িয়েছেন সুমন। দু'জনের সমাজমাধ্যমে চোখ রাখলেই তা বোঝা যায়। কালার্স বাংলার 'তুমি যে আমার মা' ধারাবাহিকে একসঙ্গে কাজ করেছিলেন সুমন ও শীর্ষা।
শুটিং ফ্লোরেই আলাপ তারপর বন্ধুত্ব থেকে প্রেম। একসঙ্গে কাটানো মিষ্টি মুহূর্ত সমাজমাধ্যমে ভাগ করে নিতে দেখা যায় তাঁদের। যদিও একে অপরকে 'বিশেষ বন্ধু' বলেই পরিচয় দেন। তবুও জুটির বন্ধুত্ব যে প্রেমে পাল্টেছে তা আর বলার অপেক্ষা রাখে না।
প্রসঙ্গত, গল্পের নতুন মোড়ে একান্তে কিছুটা সময় কাটাবে বলে জঙ্গলে বেড়াতে আসে রাই-অনির্বাণ। কিন্তু সেখানে এসেই ফের বিপদ ঘনিয়ে আসে তাদের জীবনে। জঙ্গলে ছবি তুলতে গিয়ে দাঁতাল হাতির খপ্পরে পড়ে অনির্বাণ। গুরুতর আহত হয় সে। এবার কি রাইয়ের জীবন থেকে চিরতরে হারিয়ে যাবে সে? নাকি ধারাবাহিকে শুরু হবে নতুন কোনও অধ্যায়?
