নিজস্ব সংবাদদাতা: ২০১৩ সালে শুরু হয়েছিল ঘরে-বাইরে 'ঊষসী'র লড়াইয়ের গল্প। তার পাশে সবসময় থাকত 'নিখিল'। শুধু স্বামী হিসাবে নয়, একজন ভাল বন্ধু হিসাবে 'ঊষসী'র পাশে থেকেছে 'নিখিল'। স্টার জলসার পর্দায় ফুটে উঠেছিল 'ঊষসী-নিখিল'-এর ভালবাসার গল্প 'তোমায় আমায় মিলে'। প্রযোজনায় যিশু-নীলাঞ্জনার 'ব্লু ওয়াটার পিকচার্স'।
প্রায় ১২ বছর পর স্টার জলসায় ফিরছে এই ধারাবাহিক। দর্শকরা ফের দেখতে পাবেন প্রিয় 'ঊষসী-নিখিল'-এর গল্প। এই দুই মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল রুশা চট্টোপাধ্যায় ও ঋজু বিশ্বাসকে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন তুলিকা বসু, দেবদূত ঘোষ, দোলন রায়, প্রান্তিক বন্দ্যোপাধ্যায়।
এই ধারাবাহিকের মাধ্যমে দর্শকের থেকে বিপুল ভালবাসা কুড়িয়েছিলেন ঋজু-রুশা। এই মেগাতেই প্রথমবার জুটি বেঁধেছিলেন তাঁরা। গল্পে খুব সাধারণ পরিবারের ছেলে নিখিল। পেশায় ময়রা সে। এদিকে, পুলিশ অফিসার হওয়ার স্বপ্ন দেখে ঊষসী। ঘটনাচক্রে তাঁদের বিয়ে হয়। সংসারের বাঁধনে আটকে ঊষসী কীভাবে করবে নিজের স্বপ্নপূরণ? সেই নিয়েই এগোয় গল্প।
কিছুদিন আগেই শেষ হয়েছে 'হরগৌরী পাইস হোটেল'। গল্পের আঙ্গিকে খানিকটা মিল ছিল এই দুই ধারাবাহিকের। প্রযোজনা সংস্থাও দুই মেগার একই। তবে গল্পের নিত্যনতুন মোড় দুটি গল্পের ভিন্নতা স্পষ্ট করেছিল। 'হরগৌরী পাইস হোটেল' শেষ হওয়াতে মন খারাপ হয়েছিল সিরিয়ালপ্রেমীদের। তবে সেই মন খারাপ দূর করতে ফের আসছে 'তোমায় আমায় মিলে'। দর্শকের পছন্দের এই ধারাবাহিক আরও একবার ফুটে উঠবে স্টার জলসার পর্দায়।
