নিজস্ব সংবাদদাতা: স্টার জলসার পর্দায় 'অনুরাগের ছোঁয়া' দর্শকের মনে শুরু থেকেই জায়গা করে নিয়েছে। দু'বছর পার করেও একটুও কমেনি সূর্য-দীপার জনপ্রিয়তা। গল্পে এসেছে নিত্য নতুন মোড়। বদলেছে সম্পর্কের সমীকরণ। তবুও সিরিয়ালপ্রেমীদের কাছে পছন্দের তালিকায় এই ধারাবাহিক। 


গল্পে এসেছে বেশকিছু বছরের লিপ। দেখা যাচ্ছে, পরিস্থিতির চাপে সূর্য-দীপা আলাদা হয়ে গিয়েছে। অন্যদিকে, বড় হয়ে গিয়েছে তাদের দুই মেয়ে সোনা-রূপা। তবে এখনও নিজের পরিচয় সবার সামনে আনেনি রূপা। এদিকে সোনাও সহ্য করতে পারে না তার মাকে। এর মধ্যেই গল্পের নতুন মোড়ে হাজির মিশকা। ষড়যন্ত্র করে দুই মেয়েকে বাবা-মার থেকে আলাদা করতে চায় সে। কী হবে সূর্য-দীপার ভবিষ্যৎ? এই প্রশ্নের মাঝেই উঠে এল নতুন খবর। 


সূত্রের খবর, এবার নাকি বিদেশের মাটিতে পৌঁছে যাবে 'অনুরাগের ছোঁয়া'। সুদূর আফ্রিকা পারি দেবে সূর্য-দীপা! না, গল্পে আবার কোনও নতুন মোড় আসছে না। ধারাবাহিকটি এত বিপুল জনপ্রিয়তা পেয়েছে যে বাংলার এই গল্প প্রচার হবে বিদেশের মাটিতে। এবার থেকে বিদেশের টিভিতে নিয়মিত সম্প্রচারিত হবে ধারাবাহিকটি। স্টার লাইফ আফ্রিকা চ্যানেলে এবার থেকে সম্প্রচারিত হবে 'অনুরাগের ছোঁয়া'। এই ধারাবাহিকটির বাংলা পর্বগুলি ইংরেজি ভাষায় ডাবিং করে দেখানো হবে ওই চ্যানেলে। চরিত্র সবাই একই থাকছে। শুধু বদলে যাচ্ছে মাধ্যম। বাংলার বাইরে এর আগেও নানা ভাষায় সম্প্রচারিত হয়েছে এই ধারাবাহিক। তবে বিদেশের মাটিতে এই প্রথমবার দর্শকের কতটা মন জয় করতে পারে সূর্য-দীপা, এখন সেটাই দেখার।