সংবাদ সংস্থা মুম্বই: ভয়াবহ অগ্নিকাণ্ড ঙ্গীতশিল্পী উদিত নারায়ণের আবাসনে। ছড়িয়ে পড়েছে ভিডিও। তাতে বিল্ডিংয়ের একাংশ দাউদাউ করে জ্বলতে দেখা যাচ্ছে। দুর্ঘটনায় ওই আবাসনের এক ব্যক্তির প্রাণহানি হয়েছে, তাঁর নাম রাহুল মিশ্র। জানা গিয়েছে, অগ্নিকাণ্ডে গুরুতর জখম হওয়ার পরে কোকিলাবেন হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। জরুরি বিভাগে চিকিৎসা শুরু করেও শেষ রক্ষা হয়নি। দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা দ্রুত পৌঁছে গিয়েছিলেন ঘটনাস্থলে। সুরক্ষিত রয়েছেন উদিত নারায়ণ ও তাঁর গোটা পরিবার। 

 

এক সংবাদমাধ্যমে উদিত জানিয়েছেন, মুম্বইয়ে অন্ধেরি ওয়েস্টের ওই আবাসনের ‘এ’ বিভাগে তাঁর ফ্ল্যাট। আগুন লেগেছিল ‘বি’ বিভাগে। সঙ্গীতশিল্পী জানান, সোমবার রাত নটা নাগাদ আগুন লাগার খবর পান তিনি। সঙ্গে সকলে মিলে আবাসনের নিচে নেমে আসেন। ঘণ্টা কয়েক পরে আগুন নেভার খবর পাওয়ার পর বাকি আবাসিকদের সঙ্গে ফ্ল্যাটে ফেরেন শিল্পী ।

 

 

?ref_src=twsrc%5Etfw">January 6, 2025

 

কোথা থেকে কীভাবে এই অগ্নিসংযোগ ঘটল বর্তমানে সেই তদন্ত চলছে। কর্তৃপক্ষের অনুমান, বিদ্যুৎ সংক্রান্ত কোনও কারণে ঘটে থাকতে পারে। অন্য দিকে, এক প্রত্যক্ষদর্শীর কথায়, একটি বাড়িতে প্রদীপ জ্বালানো হয়েছিল। সেই প্রদীপ থেকে সামনে থাকা পর্দায় আগুন ধরে যায়। বাড়ির গৃহিণী ছুটে গিয়ে নীচে নিরাপত্তারক্ষীকে জানান বিষয়টি। তত ক্ষণে আগুন ছড়িয়ে পড়েছে বহুতলে। প্রসঙ্গত, গত বছরের শেষে গায়ক শানের আবাসনে অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। বান্দ্রা ওয়েস্ট এলাকায় শানের আবাসন।