সংবাদ সংস্থা মুম্বই: ১০ জানুয়ারি ৫১-এ পা দিলেন হৃতিক। তাঁর জন্মদিনে ভালবাসায় ভরালেন তাঁর প্রাক্তন স্ত্রী সুজান খান। বিয়ে ভেঙে গেলেও এখনও বন্ধুত্বের সম্পর্ক অটুট হৃতিক-সুজানের। একে অপরের সঙ্গীদের সঙ্গে স্বচ্ছন্দ তাঁরা। হৃতিক যেমন প্রেম খুঁজে পেয়েছেন সাবার মধ্যে, তেমনই সুজান সম্পর্কে রয়েছেন অভিনেতা আলি গোনির সঙ্গে। প্রাক্তন স্বামীর বান্ধবীর সঙ্গে রীতিমতো বন্ধুত্ব পাতিয়েছেন সুজান। গতকাল রাতে হৃতিকের জন্মদিনের পার্টিতে প্রেমিকের সঙ্গে হাজির ছিলেন তিনি। হাজির হয়েছিলেন সুজানের ভাই তথা অভিনেতা জায়েদ খান-ও। সেই পার্টিতে ছিলেন সাবা-ও। সমাজমাধ্যমে তাঁদের সবার একসঙ্গে একটি ছবি পোস্ট করে সুজান লিখলেন, ‘‘সবথেকে শুভ জন্মদিনের শুভেচ্ছা তোমাকে, ঋ। প্রার্থনা করি, ‘কহো না প্যায়ার হ্যায়’-এর ২৫ বছরের উদ্‌যাপন হোক জমিয়ে। এবং আমি জানি, তোমার প্রতিভা ও ব্যক্তিত্বের সেরা দিকগুলো প্রকাশ পাবে এবার...’’

 

উল্লেখ্য, হৃত্বিক রোশনের ৫১তম জন্মদিন উপলক্ষে এদিন কহো না প্যায়ার হ্যায় ছবিটি ফের একবার মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে। প্রসঙ্গত, গত বছরও হৃতিকের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়ে বাবা হিসাবে অভিনেতার দায়িত্ব পালন ও কর্তব্যের ভূয়সী প্রশংসা করেছিলেন সুজান। সঙ্গে এও লিখেছিলেন, ‘‘আশা করব একটা দুর্দান্ত প্রেমজীবন হোক তোমার।’’ 

 

 

অন্যদিকে, প্রেম জীবন নিয়ে  গোপনীয়তার পথে হাঁটা অনেকদিন-ই হল বন্ধ করে দিয়েছেন হৃতিক। সুজানের সঙ্গে বিচ্ছেদের পর একটা লম্বা সময় সিঙ্গল ছিলেন তিনি। তার পর তাঁর জীবনে আসেন সাবা। রোশনদের বাড়িতে অবাধ যাতায়াত তাঁর। ইন্ডাস্ট্রির কোনও অনুষ্ঠানে দু’জনে হাসিমুখে আলোকচিত্রীদের সামনে দাঁড়ান, ছুটি কাটাতে যান।