নিজস্ব সংবাদদাতা: কিছুদিন আগেই স্বামীর সংসার থেকে বেরিয়ে দুই সন্তানকে একা মানুষ করার সিদ্ধান্ত নিয়েছেন রিয়া গঙ্গোপাধ্যায়। টলিপাড়ার অন্দরের খবর, অনেকদিন ধরেই দাম্পত্য কলহ চলছিল তাঁদের। দুই ছেলেমেয়ের জন্য এক ছাদের নিচে থাকছিলেন তাঁরা। কিন্তু এবার দাম্পত্যে ইতি টানতে চলেছেন রিয়া-অরিন্দম। কিন্তু বিচ্ছেদের নেপথ্যের কারণ নিয়ে এখনও খোলসা করেননি তাঁরা। গত নভেম্বরের এক সোমবারের সকালে সমাজ মাধ্যমে রিয়া লেখেন, “আজ থেকে অরিন্দম চক্রবর্তীর সঙ্গে আমার কোনও যোগাযোগ নেই। যদি তাঁর সম্পর্কে কিছু জানার থাকে তাহলে দয়া করে আমার সঙ্গে যোগাযোগ করবেন না। কাজ সংক্রান্ত কিছু জিজ্ঞাস্য থাকলে অবশই যোগাযোগ করতে পারেন।” রিয়ার এই পোস্ট ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে। ওই পোস্টে অনেকেই অভিনেত্রীকে নতুন শুরুর জন্য শুভেচ্ছা জানিয়েছেন।
ব্যক্তিগত জীবনের এই সমস্যা কাটিয়ে উঠতে না উঠতে ফের বড় ক্ষতি এই অভিনেত্রীর জীবনে। সামাজিক মাধ্যমে সেই কথা নিজেই জানালেন তিনি-“স্বপ্ন বলে ডাকব তোকে, কল্পনায় মনে রাখবো, সৃষ্টি হয়ে যখন তখন প্লিজ ধরা দিস, তুই ভাল থাকিস, আমার সব উইশ ফুলফিল করে এভাবে ছেড়ে চলে গেলি আমাদের! বুক ফেটে যাচ্ছে, আমার সান্তা। তু্ই শান্তি তে ঘুমা, ভাল থাক,ভাল রাখিস তোর ভালবাসার মানুষ গুলো কে।”
