নিজস্ব সংবাদদাতা: ২০১৮ সালে আচমকা বড়পর্দায় ব্যোমকেশের অজিত -এর পোশাক খুলে রেখেছিলেন ঋত্বিক চক্রবর্তী। টলিপাড়ার অন্দরের খবর ছিল, পরিচালকের সঙ্গে ঝামেলার কারণে অজিতের চরিত্রে ঋত্বিক চক্রবর্তীকে আর দেখা যাবে না। তাঁর বদলে অরিন্দমের ব্যোমকেশ ছবিতে শাশ্বত চট্টোপাধ্যায়কে অজিত হিসাবে দেখা গিয়েছিল। এর আগে শাশ্বত অঞ্জন দত্তের ব্যোমকেশে-ও অজিত হিসাবে পর্দায় হাজির হয়েছিলেন।
শোনা গিয়েছিল, অরিন্দমের ভারত-বাংলাদেশ প্রজেক্ট ‘বালিঘর’-এ ঋত্বিকের কাজ করার কথা ছিল। প্রথমে রাজি হয়েও পরে অন্য ছবিতে সেই ডেট দিয়ে দেন। সেই থেকেই মন কষাকষি এবং তাঁর নাম বাদ পড়ে! ঋত্বিক অবশ্য ঝামেলার কথা স্বীকার করেননি। বললেন, ‘‘সব সময় সব ছবি করি না তো! কত ছবিই ছেড়ে দিই। সে রকমই অজিত করলাম না আর। যে চরিত্র একবার করে ফেলেছি, সেটা বারবার করতে ভাল লাগে না। অরিন্দমদার সঙ্গে কোনও ঝামেলা আমার হয়নি। ভবিষ্যতে আবার একসঙ্গে কাজ করব।’’
তবে বিষয় হল, ফিল্ম ইন্ডাস্ট্রিতে কোনও কিছুই চিরকালীন নয়। তাই সমীকরণ বদলাতে থাকে হামেশাই। কিন্ত তিনি যে ঋত্বিক চক্রবর্তী। সময় এগিয়ে গেলেও, নিজের সিদ্ধান্তের সমীকরণ কিন্তু বদলাননি তিনি। সম্প্রতি, সমাজমাধ্যমে ঋত্বিককে এক নেটিজেন জিজ্ঞেস করেছেন, "দাদাকে অজিতের রূপে কবে পাবো?" নিজস্ব ছন্দে অভিনেতার জবাব, "আর কখনও পাওয়া যাবে না।"
