নিজস্ব সংবাদদাতা: জীবনের নয়া ইনিংস শুরু করলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা, সঙ্গীতশিল্পী তাহসান রহমান খান। মিথিলার সঙ্গে বিচ্ছেদের প্রায় আট বছর পর দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তিনি। পাত্রী রূপটান শিল্পী রোজা আহমেদ। শনিবার রাতে নবদম্পতির সাজে রোজার সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে এই সুখবর দিলেন স্বয়ং তাহসান! ছবির সঙ্গে ক্যাপশনে তিনি লিখেছেন, “কোনও এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে/আমার সুরে নাচের মুদ্রায়, সেই তুমি কে? যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন/ ধোঁয়া ওঠা চায়ের কাপে, সেই তুমি কে?” বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই নবদম্পতিকে সমাজমাধ্যমে শুভেচ্ছা জানিয়েছে নেটপাড়া।

 

শুধুই শিল্পী হিসাবে নয়, নম্র স্বভাবের জন্যও দারুণ জনপ্রিয় তাহসান। বলাই বাহুল্য, অনুরাগীরা তাঁদের প্রিয় শিল্পীকে শুভেচ্ছা জানাতে বিন্দুমাত্র কার্পণ্য জানায়নি। এক নেট নাগরিক লিখেছেন, " অসাধারণ মানুষের জন্য অসাধারণ কিছুই অপেক্ষা করে।" অন্য আরও একজন লিখেছেন, " শান্তি লাগছে দু'জনকে একসঙ্গে দেখে। এই নতুন অধ্যায় সুখের পূর্ণতা পাক।" অধিকাংশ নেটপাড়ার বাসিন্দারা লিখেছেন এই নবদম্পতির ছবি তাঁদের 'চোখের শান্তি'। তাহসান-রোজাকে শুভেচ্ছা জানিয়েছেন শাকিব খান-ও। 

 

জানা গিয়েছে, রোজা আহমেদ ১০ বছরের বেশি সময় ধরে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন। রোজা নিউইয়র্কে পড়াশোনা করেছেন। সোশাল মিডিয়ায় খুবই জনপ্রিয় তিনি। 

 

প্রসঙ্গত, ২০০৬ সালে মিথিলার সঙ্গে বিয়ে হয় তাহসানের। বিয়ের ৭ বছর পর জন্ম হয় তাহসান- মিথিলার মেয়ে আয়রার। কিন্তু এরপর ধীরে ধীরে দূরত্ব তৈরি হয় দু'জনের মধ্যে। দীর্ঘ ১১ বছর সংসারের পর ২০১৭ সালে যৌথ ভাবে বিবাহবিচ্ছেদের ঘোষণা করেন তারকা জুটি। যদিও মেয়ের অভিভাবকত্ব যৌথ ভাবেই পালন করছেন তাঁরা। তবে আয়রা বেশির ভাগ সময় থাকে মিথিলার সঙ্গেই। এরপর ২০১৯-র ডিসেম্বরে মাসে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে বিয়ে করেন মিথিলা। 

 

অন্যদিকে, একসময় অভিনেত্রী তাসনিয়া ফারিনের সঙ্গে নাম জড়িয়েছিল তাহসানের। যদিও সে জল্পনা গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন দু'জনেই। কিছুদিন আগে বাংলাদেশের সংবাদমাধ্যম দাবি করে, সম্প্রতি ঢাকার বনানী অঞ্চলের এক রেস্তরাঁয় এক সংবাদপাঠিকার সঙ্গে নাকি বেশ কিছুক্ষণ সময় কাটাতে দেখা যায় তাহসানকে। এই খবর চাউর হতেই, সমাজমাধ্যমে শুরু হয়েছিল জোর চর্চা। তবে সেসবকে মিথ্যে করে রোজার সঙ্গেই জীবনের নতুন পথ চলা শুরু করলেন তাহসান।