সংবাদসংস্থা মুম্বই: একের পর এক বড় খবর বলিউডে। এবার বলিউডে আসছে নতুন জুটি। অহন শেট্টি এবং পূজা হেগড়েকে একসঙ্গে দেখতে চলেছেন দর্শক।এই বছরের শেষের দিকে এই জুটি তাঁদের নতুন ছবি "সানকি"র শুটিং শুরু করবেন।
"সানকি"-এর প্রাথমিক ঘোষণার পর থেকে অহন শেট্টি এবং পূজা হেগড়েকে একসঙ্গে দেখতে উৎসুক ভক্তরা। প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা, প্রখ্যাত অ্যাকশন মাস্টার কেচা খামফাকডির তৈরি একটি বিশেষ অ্যাকশন সিকোয়েন্সের মাধ্যমে আগামী ৬ জুন ছবির শুটিং শুরু করতে চলেছেন।
মুম্বই সংবাদ মাধ্যম সূত্রে খবর, কেচার নির্দেশ মেনে বেশ অনেকগুলো অ্যাকশন সিকোয়েন্স সহ কিছু শুট সাত দিন ধরে মুম্বইতে হবে। তারপরেই শুটিং-এর পরবর্তী অংশ শুট হবে গোয়ায়‌। টানটান উত্তেজনাপূর্ণ থ্রিলার আর দূর্দান্ত অ্যাকশন এই দুইয়ের মিশেল দর্শকদের ছবিটির প্রতি ভালোবাসা আরও বাড়িয়ে দেবে বলে আশাবাদী নির্মাতা গোষ্ঠী। ১৪ ফেব্রুয়ারি,২০২৫-এ অর্থাৎ ভালবাসার বিশেষ দিন, ভ্যালেন্টাইনস ডে-তে মুক্তি পেতে চলেছে "সানকি"।

সম্প্রতি, মুম্বইয়ের বান্দ্রা-পশ্চিম অঞ্চলে একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন দক্ষিণী অভিনেত্রী পূজা হেগড়ে। পূজা যে ফ্ল্যাটটি কিনেছেন, তার আয়তন প্রায় ৪ হাজার বর্গফুট। ফ্ল্যাটটির দাম নাকি প্রায় ৪৫ কোটি টাকা! এই নিয়ে বেশ চর্চা চলেছিল নেটপাড়ায়।
দক্ষিণী ছবির পাশাপাশি বলিউডেও দীর্ঘ দিন অভিনয় করছেন অভিনেত্রী। বলিউডে তাঁর প্রথম ছবি ছিল আশুতোষ গোয়ারিকর পরিচালিত ‘মহেঞ্জোদারো’। "সানকি" ছাড়াও দর্শক আগামীতে তাঁকে শাহিদ কাপুরের বিপরীতে ‘দেবা’ ছবিতে দেখবেন।