নিজস্ব সংবাদদাতা, মুম্বই: পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দিতে গিয়ে বিপাকে পড়লেন হেমা মালিনী। দোল পূর্ণিমার দিন পুজো দিতে গিয়েছিলেন বর্ষীয়ান অভিনেত্রী। আর সেখানেই বিতর্কে জড়ান তিনি। হেমার মন্দিরে প্রবেশ ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে, এমনই অভিযোগে বিজেপি সাংসদের বিরুদ্ধে সিংহদ্বার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
জগন্নাথ সেনা দল নামে স্থানীয় একটি সংগঠনের অভিযোগ, জগন্নাথ মন্দিরের নিয়ম লঙ্ঘন করে গর্ভগৃহে প্রবেশ করেছেন হেমা মালিনী। সংগঠনটি এই ঘটনাকে 'নিয়মবহির্ভূত' বলে বর্ণনা করেছে। পুরীর জগন্নাথ মন্দিরের নিয়ম অনুযায়ী, শুধুমাত্র হিন্দু ধর্মাবলম্বীরাই মন্দিরে প্রবেশের অনুমতি পান। মন্দিরের গর্ভগৃহে প্রবেশের ক্ষেত্রে বিশেষ বিধিনিষেধ রয়েছে।
হেমার বিরুদ্ধে ঠিক কোন নিয়মভঙ্গের অভিযোগ রয়েছে? আসলে ধর্মেন্দ্রকে বিয়ে করার সময় ফয়জাবাদে এক মসজিদে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে ধর্মান্তরিত হয়েছিলেন হেমা। কারণ সেই সময় ধর্মেন্দ্র প্রথম স্ত্রী প্রকাশ কউরের সঙ্গে বিবাহিত ছিলেন। আইনি বিচ্ছেদ না করেই হেমাকে বিয়ে করেন ধর্মেন্দ্র। হিন্দু বিবাহ আইন অনুযায়ী, অভিনেতার পক্ষে কোনও ভাবে দ্বিতীয় বিয়ে করা সম্ভব ছিল না। তাই ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি। শোনা যায়, ধর্মান্তরিত হতে হয় হেমাকেও। সেই প্রেক্ষিতেই আপত্তি জানিয়েছেন জগন্নাথ সেনা দল। তাদের দাবি, অভিনেত্রীর উপস্থিতিতে সনাতন ধর্ম সম্প্রদায়ের ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে।
গোটা ঘটনাটি তদন্ত করে দেখছে মন্দির কর্তৃপক্ষ। স্থানীয় প্রশাসন ও মন্দির কমিটি বিষয়টি নিয়ে আলোচনায় বসেছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছে। যদিও হেমা মালিনী বা তার প্রতিনিধিদের পক্ষ থেকে এবিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
