নিজস্ব সংবাদদাতা: এ যেন জোর যার, মুলুক তাঁর। আবারও ক্ষমতা দিয়ে শিল্পী ও শিল্পকে আটকে রাখার চেষ্টা। পরিচালক রাহুল মুখোপাধ্যায় এ কোন চক্রান্তের শিকার? এই প্রশ্নই তুলছে বাংলা ইন্ডাস্ট্রি। বাংলাদেশ গিয়ে ওয়েব প্ল্যাটফর্ম 'চরকি'র একটি কাজ করার কারনে ফেডারেশন ও গিল্ড এর আদেশে নিজের কাজ নিজেই পরিচালনা করতে পারবেন না তিনি। এই ঘটনায় এব তীব্র প্রতিবাদ জানাল টলিউড। কোনও শিল্পীকে স্বাধীনভাবে কাজ না করতে দেওয়ার অভিযোগ জানাতে শুরু করেছেন অনেকেই।

ফেডারেশন ও গিল্ডের সমস্যা এড়াতে পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে পরিচালক থেকে কার্যনির্বাহী প্রযোজকের দায়িত্ব দিয়ে নতুন ছবির শুটিং আগামীকাল থেকেই শুরু করার কথা জানানো হয়। এই ছবিতে অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, পায়েল সরকার, অপরাজিতা আঢ্য সহ আরও অনেকে। যে ছবি নিয়ে স্বপ্ন দেখেছেন রাহুল, সেই ছবিতে পরিচালক না হয়ে কার্যনির্বাহী প্রযোজক হওয়া তাঁর জন্য কতটা কঠিন, এই ঘটনার প্রতিবাদে প্রথম মুখ খোলেন রাহুল মুখোপাধ্যায় স্ত্রী সোনাক্ষী বিশ্বাস মুখোপাধ্যায়।

সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, "স্বপ্নপূরণ শুধু স্বপ্ন, ইচ্ছে আর প্রতিভা থাকলেই হয় না , তার জন্য আরেকটা জিনিসের খুব দরকার, আর সেটা হচ্ছে ক্ষমতা। ক্ষমতা থাকলে তার শুধু প্রয়োজন অনুযায়ী ব্যবহার হয়, এরকম কোনও ব্যাপার নেই।ক্ষমতার অপব্যবহারও হয়। বলতে দ্বিধা নেই,নিজের ক্ষমতার অহংকারে অন্য কারওর কাজ আর স্বপ্নকে নষ্ট করার জন্য সত্যিই বিশেষ ক্ষমতা লাগে। যাই হোক, আজ ক্ষমতার জয় হল। কিন্তু ইচ্ছেশক্তি কোনওদিন মরে না। স্বপ্নদেখাও বন্ধ হয় না। সময় শুধু তাঁদের বলে, শান্ত থাকো, ধৈর্য্য ধরো।"

একজন শিল্পীকে এইভাবে হেরে যেতে দেওয়া যায় না, এই ঘটনায় রাজ চক্রবর্তী থেকে দুর্নিবার সাহা এখন সোশ্যাল মিডিয়া জুড়ে প্রতিবাদে নেমেছেন বহু তারকা। একজোট হয়ে পাশে দাঁড়িয়েছেন রাহুলের। এরপর কি বদলাবে নিয়ম? এখন সেটাই দেখার।