সাতপাকে বাঁধা পড়লেন অভিনেত্রী মৌবনী সরকার। বিয়ের রাতে পেঁয়াজি রঙের বেনারসি পরেছিলেন জাদু সম্রাটের মেজমেয়ে। একেবারে বাঙালি বধূর সাজেই মৌবনী ধরা দিয়েছিলেন এদিন। গা ভর্তি সোনার গয়না, ভরাট কলকায় যেন অপরূপা তিনি। হাতে ছিল রুপোর গাছকৌটো। 

 


জানা গিয়েছে মৌবনীর বরের নাম সৌম্য। তাঁর পরনে ছিল ঘিয়ে রঙের প্রিন্টেড পাঞ্জাবি, লাল ধুতি। সঙ্গে গলায় হার, মাথায় মুকুট ছিল তাঁর। এদিন সৌম্যকে আশীর্বাদ করে পিসি সরকার হীরের বোতাম দেন। বিয়ের আসরেই মৌবনীর বর ঘটিয়ে ফেলেন এক কাণ্ড। বিয়ের দিনই হয় তাঁদের আংটি বদল। লাবুবু পুতুলের হাত থেকে আংটি পরেন মৌবনী। অর্থাৎ সৌম্য নিছক মজা করেই লাবুবু পুতুলের হাতে আংটি দিয়ে এনেছিলেন। যাতে বিয়ের আগেই বউয়ের সঙ্গে একটু রসিকতা করা যায়। সৌম্যর এই কাণ্ড দেখে হেসে লুটোপুটি এই নতুন বউ মৌবনীও। 

 


লাবুবু দেখতে বাচ্চাদের খেলনার মতো। কিন্তু তার চাউনিতেই যেন লুকিয়ে রয়েছে অশরীরী আতঙ্ক! হালফিলের নতুন ট্রেন্ড ‘লাবুবু’ পুতুল নিয়েই কয়েকদিন আগেই তোলপাড় হয়েছিল নেটদুনিয়া। সোশ্যাল মিডিয়া জুড়ে চলছে তুমুল বিতর্ক। বহু মানুষের দাবি, এই পুতুল নিছকই খেলনা নয়, এই পুতুল অশুভ শক্তির প্রতীক!এই বিতর্কের আগুনে ঘি ঢেলেছে লাবুবু পুতুলের অদ্ভুত চেহারা। প্রথম দেখায় সাধারণ মনে হলেও, এর রহস্যময় হাসি, বড় বড় চোখ এবং চাহনি দেখে ভয় পাচ্ছেন অনেকেই। নেটদুনিয়া এখন পুরোদস্তুর ভূতের গল্পের আসরে পরিণত হয়েছে। মাঝরাতে পুতুলের ভৌতিক কার্যকলাপ থেকে শুরু করে অশুভ শক্তির উপস্থিতির দাবি, লাবুবু পুতুলকে ঘিরে উঠে আসছে এমনই সব হাড়হিম করা কাহিনি। তবে এই পুতুলকে শুভ বলেও মনে করেন অনেকে। তাই মৌবনীর সঙ্গে আংটি বদলের সময় এই পুতুল নিয়ে হাজির সৌম্য। 

 

 

মৌবনী এবং সৌম্যর শুভদৃষ্টির সময় অভিনেত্রীর বোনেরা তাঁকে ঘিরে থাকেন। দিদি মানেকা এদিন একটি নীল রঙের শাড়ি পরেছিলেন। অন্যদিকে মুমতাজ পরেছিলেন ঘিয়ে রঙের শাড়ি। বিয়ের সকালে গায়ের হলুদের সময় মৌবনীকে হলুদ রঙের শাড়িতে সাজতে দেখা গিয়েছিল। মৌবনীর বিয়ের নানা মুহূর্তের ছবি, ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। 

 


প্রসঙ্গত, গত বছরের শেষ দিকে হঠাৎই একটি বিজ্ঞাপন নজর কাড়ে সবার। পিসি সরকার তাঁর তিন কন্যার জন্য নাকি মেয়ে খুঁজছেন। এই খবর প্রকাশ্যে আসতেই হইচই পড়ে যায়। সেই ঘটনার প্রায় এক বছরের মাথায় এদিন নতুন জীবন শুরু করলেন জাদু সম্রাটের মেজ মেয়ে, মৌবনী।

 


মৌবনী এবং সৌম্যর বিয়েতে অতিথি হিসেবে দেবশ্রী রায় থেকে শুরু করে অগ্নিমিত্রা পাল, পাপিয়া অধিকারী, রজতাভ দত্ত, শান্তিলাল মুখোপাধ্যায়-সহ টলিপাড়ার বহু তারকা এসেছিলেন।