পরমা বন্দ্যোপাধ্যায় মাঝে মধ্যেই সমাজমাধ্যমে বোমা ফাটান। এর আগে হইচই প্ল্যাটফর্মের মিমি চক্রবর্তী অভিনীত 'ডাইনি' সিরিজটিকে যাত্রা টাইপ বলে কটাক্ষের মুখে পড়েন তিনি। সেই সময় পাল্টা দেন কাকলি চৌধুরী। চলে বিস্তর সমালোচনা, কটাক্ষ, পাল্টা কটাক্ষ। এবার আবার টলিউডের দুই অতি পরিচিত মুখ সৌমিতৃষা কুণ্ডু এবং তনিষ্কা তিওয়ারির নাম নিয়ে প্রশ্ন তুললেন।
এদিন পরমা বন্দ্যোপাধ্যায় তাঁর ফেসবুকের পাতায় সৌমিতৃষা কুণ্ডু এবং তনিষ্কা তিওয়ারির নামের অর্থ জানতে চেয়ে পোস্ট করেন। সেখানে তিনি প্রথমেই জানান যে আগে বাঙালিদের ভাল নামের অর্থ ছিল। কিন্তু বর্তমান প্রজন্মের দুই জনপ্রিয় নামের অর্থ জানেন না বলেই জানান তিনি। একই সঙ্গে অর্থ জানতে চান। পরমা তাঁর পোস্টে লেখেন, 'আচ্ছা, ভারতীয়দের ভাল নামের অর্থ হয় বলে শুনেছি, সেদিন একটা নাম শুনলাম, একজন জনপ্রিয় অভিনেত্রীর। সৌমিতৃষা। আরেকটাও শুনলাম। তনিষ্কা। আচ্ছা এরকম নামগুলির মানে কি কেউ জানো?'
'রোজগেরে গিন্নি'র এই পোস্টে অনেক নেটিজেনরাই উক্ত দুই নামের অর্থ বলেছেন তবে যাঁর নাম নিয়ে প্রশ্ন তোলা হল, সেই 'মিঠাই' ওরফে সৌমিতৃষার জবাব কী? আজকাল ডট ইন-কে 'প্রধান' অভিনেত্রী বলেন, 'আমি আমার নামের মানে ওঁকে জানাতে যাব কেন? উনি জানেন না, সেটা ওঁর ব্যাপার। যাঁরা জানেন তাঁরা জানেন। আমাদের ভারতীয়, সংস্কৃত নামগুলোর কিছু কিছু মানে আছে। সবার নামের কিছু না কিছু মানে আছে। কঠিন নাম মানেই তার মানে নেই, এটা নয়। পৃথিবীতে আরও অনেক অনেক বিষয় আছে। এসব ছোটখাটো বিষয় নিয়ে কারও মাথা না ঘামালেও চলবে। কারওর নামের মানে নিয়ে তো দেশ চলছে না।'
তবে সৌমিতৃষা কুণ্ডু না জানালেও জানিয়ে রাখা ভাল, সৌমিতৃষা নামটির অর্থ শান্ত বা সৌম্য ব্যক্তিত্ব। অন্যদিকে তনিষ্কা দুর্গার অপর নাম। বা সোনার দেবী।
এদিন পরমার এই পোস্টে অনেকেই অনেক রকম মন্তব্য করেছেন। এক ব্যক্তি লেখেন, 'আপনার গানের মুগ্ধ শ্রোতা আমি। বয়সেও বোধহয় আপনার থেকে বেশ খানিকটা বড়। সমাজমাধ্যমে এই ধরণের অবান্তর প্রশ্ন, আলোচনা আপনার থেকে আশা করি না। খারাপ লাগল। আপনি সৃজনে থাকুন। এইসব স্থুল প্রসঙ্গে কাউকে অনাবশ্যক অপমান করতে গিয়ে নিজেকে ছোট করে ফেলবেন না।' আরেকজন লেখেন, 'তনিষ্কা শব্দের অর্থ হল - দুর্গাদেবী/ সোনার দেবী/ উচ্চাকাঙ্খী/ আশীর্বাদধন্যা। সৌমিতৃষার অর্থ হল সৌমি মানে শান্ত, তৃষা হল আকাঙ্খা। মানে শান্ত, সৌম্য যে ব্যক্তিত্ব সবার আকাঙ্খিত ব্যক্তিত্ব।'
