পারমিত শেঠি সম্প্রতি তাঁর কেরিয়ারের শুরুর দিনের এক অবাক করা ঘটনার কথা প্রকাশ করেছেন। অভিনেতা জানিয়েছেন একসময় তিনি এবং তাঁর স্ত্রী, জনপ্রিয় অভিনেত্রী অর্চনা পূরণ সিং, কমেডিয়ান–অভিনেতা কপিল শর্মার কাছ থেকে রয়্যালটি নেওয়ার কথা ভেবেছিলেন। কারণ কপিলের জনপ্রিয় শো-এর কনসেপ্ট নাকি মূলত তাঁদের তৈরি একটি ফরম্যাট থেকে অনুপ্রাণিত।

সম্প্রতি এক সাক্ষাৎকারে পারমিত বলেন, “শুরুর দিকে অর্চনা আর আমি আমাদের নিজেদের প্রোডাকশন হাউস শুরু করেছিলাম। আমরা একটি টক শো তৈরি করেছিলাম, যা অনেকটা কপিল শর্মার শো-এর মতো ছিল। আমি স্ক্রিপ্ট লিখতাম, আর অর্চনা স্ট্যান্ড-আপ করত।”

হাসতে হাসতে পারমিত আরও যোগ করেন, “তখন বলেছিলাম কপিল আমাদের আইডিয়া থেকে অনুপ্রাণিত হয়ে যেহেতু তাঁর শো করছে, তাই তাঁর আমাদের রয়্যালটি দেওয়া উচিত! এমনকি আমি ওর কাছে মজার ছলে রয়্যালটি চেয়েও নিয়েছিলাম।” ঘটনাচক্রে কপিলের শোয়ের অন্যতম গুরুত্বপূরণ সদস্য অর্চনা।

একই সাক্ষাৎকারে পারমিত তাঁর এবং অর্চনার দীর্ঘ ৩০ বছরের দাম্পত্য সম্পর্ক নিয়েও খোলামেলা কথা বলেন। তিনি জানান, তাঁরা শুরুতে তাঁদের বিয়ের খবর গোপন রেখেছিলেন। কারণ সেই সময়ে বিবাহিত অভিনেত্রীদের কাজ পাওয়া কঠিন ছিল।
পারমিত বলেন, “আমরা বিয়ের ঘোষণা দিইনি। যখন অর্চনা আমাদের ছেলে আর্যমানের গর্ভে ছিল, তখনই আমরা জানিয়েছিলাম যে আমরা বিবাহিত। ইন্ডাস্ট্রির কিছু মানুষ জানত, কিন্তু আনুষ্ঠানিকভাবে আমরা কিছু বলিনি।”
তিনি আরও জানান, তাঁদের সম্পর্কের মজবুত ভিত্তি দাম্পত্য নয়, বন্ধুত্ব। “আমরা কখনও স্বামী-স্ত্রীর সেই ঐতিহ্যবাহী বন্ধনে নিজেদের আটকে রাখিনি। আমরা একে অপরের বন্ধু হিসেবে থাকি— সেটাই আমাদের সম্পর্কের সবচেয়ে বড় শক্তি,” বলেন পারমিত।

‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’এর হাত ধরে খ্যাতি পাওয়া অভিনেতা পারমিত এবং ‘জনপ্রিয় ‘দ্য কপিল শর্মা শো’এর অন্যতম সদস্য অর্চনা, দু’জনেই বহুদিন ধরে বিনোদন জগতের পরিচিত মুখ। তাঁদের সম্পর্ক এবং হাস্যরসপূর্ণ বোঝাপড়া আজও দর্শকদের কাছে অনুপ্রেরণা।

অর্চনা নয়ের দশক থেকেই টেলিভিশন এবং চলচ্চিত্রের জগতে এক পরিচিত মুখ। তাঁর হাস্যরস, প্রাণবন্ত ব্যক্তিত্ব এবং দ্য কপিল শর্মা শোয়ে তাঁর ঝলমলে উপস্থিতি তাঁকে আজও দর্শকদের প্রিয় করে রেখেছে। অন্য দিকে, পারমিত ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে ’ ছবিতে রাজেশ চরিত্রে অভিনয় করে সকলের নজর কেড়েছিলেন। পরবর্তীতে তিনি ‘দিলজলে’, ‘দিল ধড়কনে দো’, ‘বাদল’, ‘লাল সিং চাড্ডা ‘-সহ একাধিক ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। পাশাপাশি তিনি একজন দক্ষ পরিচালক এবং লেখক হিসাবেও নিজেকে প্রমাণ করেছেন।