মা হতে চলেছেন বলি অভিনেত্রী পরিণীতি চোপড়া। কিছুদিন আগেই সমাজমাধ্যমে একটি কেকের ছবি ভাগ করেন পরিণীতি। সেই কেকের উপর লেখা, '১+১=৩'। সঙ্গে রাঘবের সঙ্গে পথ চলার একটি ভিডিও ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। এই পোস্ট করে পরিণীতি লেখেন, "আমার ছোট্ট পৃথিবী খুব তাড়াতাড়ি আসছে। আপনাদের আশীর্বাদ কাম্য।'
ইতিমধ্যেই দিল্লি পাড়ি দিয়েছেন রাঘব ও পরিণীতি। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর অনুযায়ী, শীঘ্রই নায়িকা তাঁর প্রথম সন্তানের জন্ম দেবেন বলে আশা করা হচ্ছে। প্রসবের সময় খুব কাছে আসায় এই তারকা দম্পতি দিল্লিতেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন। যদিও এই বিষয়ে পরিণীতি বা রাঘবের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনও ঘোষণা আসেনি। তবে তাঁদের এক ঘনিষ্ঠ সূত্র মুম্বই সংবাদমাধ্যমকে এই খবর নিশ্চিত করেছেন।
কিছুদিন আগেই সমাজমাধ্যমে একটি কেকের ছবি ভাগ করেন পরিণীতি। সেই কেকের উপর লেখা, '১+১=৩'। সঙ্গে রাঘবের সঙ্গে পথ চলার একটি ভিডিও ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। এই পোস্ট করে পরিণীতি লেখেন, "আমার ছোট্ট পৃথিবী খুব তাড়াতাড়ি আসছে। আপনাদের আশীর্বাদ কাম্য।'
আরও পড়ুন: শাহরুখের প্রতি বেজায় বিরক্ত আমির খান! দিলীপকে কত টাকা বেতন দেন ফারহা?
পরিণীতির এই পোস্টে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন বলি তারকা থেকে অনুরাগীরা। ঠিক সেই সময় রাঘবের কথার মানে দুয়ে দুয়ে চার করেছেন নেটিজেনরা। কী এমন বলেছিলেন রাঘব চাড্ডা? কপিল শর্মা হাসতে হাসতে জিজ্ঞেস করেন—“বিয়ের পর আপনাদের বাড়িতেও কি নাতি বা নাতনির জন্য চাপ এসেছে?” রাঘব সঙ্গে সঙ্গে বলে বসেন— “দেব আপনাকে, দেব... খুব জলদি সুখবর দেব!” এমন মন্তব্যে হকচকিয়ে যান পরিণীতি। চোখ কপালে তুলে বিস্ময়ে তাকিয়ে থাকেন রাঘবের দিকে। রাঘব পরে আবার বলেন— “দেব... মানে, এক সময় দেবই।”
এই কথাতেই গুঞ্জনের শুরু হয়েছিল তবে কি পরিণীতি সন্তানসম্ভবা? আর এবার এর উত্তর এল। যদিও পরিণীতির গর্ভাবস্থা নিয়ে গুঞ্জন আগে থেকেই চলছিল। বিয়ের পর বেশ কয়েকবার তাঁকে ঢিলেঢালা পোশাকে দেখা গিয়েছে, যার ফলে শুরু হয়েছিল ‘বেবি বাম্প’ জল্পনা।

ক'দিন আগে বলিউড অভিনেত্রী পরিনীতি চোপড়া দীর্ঘ বিরতির পর আবারও নিজের ইউটিউব চ্যানেলে ফিরেছিলেন। প্রায় আট মাস পর তিনি নতুন ভিডিও আপলোড করে ভক্তদের চমকে দিয়েছিলেন। ভিডিওটির শুরুতেই পরিনীতি জানিয়েছিলেন, তিনি আবার নিয়মিত ইউটিউবে কনটেন্ট তৈরি করতে চান।
এই নতুন ভিডিওতে পরিনীতি খোলাখুলি জানিয়েছিলেন, তিনি কী ধরনের ভিডিও বানাতে চান। অনুরাগীদের সঙ্গে দৈনন্দিন জীবনের নানা ঘটনা ভাগ করে নেওয়া থেকে শুরু করে ভাইরাল মিমে তাঁর প্রতিক্রিয়া জানানো— সবকিছুই তাঁর পরিকল্পনায় রয়েছে। তবে এর পাশাপাশি তিনি একটি বড় চমকও দিয়েছিলেন। ভিডিওতে প্রথমবারের মতোস্পষ্ট হয়েছিল নায়িকার স্ফীতোদর। তা নেটিজেনদের নজর কাড়তেই মিষ্টি শুভেচ্ছায় ভেসেছিলেন অভিনেত্রী।
খুব তাড়াতাড়িই সন্তানের জন্ম দেবেন পরিণীতি। তাই এই মুহূর্তে দিল্লিতে পাড়ি দিয়েছেন। তারকা দম্পতির কোল জুড়ে পুত্র না কন্যা সন্তান আসবে? তা জানার জন্য অপেক্ষায় অনুরাগীরা।
