সংবাদ সংস্থা মুম্বই: বিতর্ক প্রতিদিন উত্তরোত্তর পাল্লা দিয়ে বাড়ছে ‘হেরা ফেরি ৩’-কে কেন্দ্র করে। তবে এবার সেই বিতর্ক নতুন মোড় নিল পরেশ রাওয়ালের তরফে আইনি সাফাইয়ের পর। স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন ‘বাবু ভাইয়া’র আইনজীবী— চুক্তি তো দূরের কথা, ‘হেরা ফেরি ৩’ ছবির কোনও চিত্রনাট্যই নাকি দেখানো হয়নি তাঁকে! এক সাক্ষাৎকারে পরেশ রাওয়ালের আইনি টিম সাফ জানায়, “অভিনেতাকে ছবির কোনও চিত্রনাট্য, কোনও গল্প হাতে ধরানো হয়নি। এমনকী, প্রযোজনা সংস্থা যে ক্ষতির দাবি করছে, তারও কোনও ভিত্তি নেই, কারণ কোনও আইনি চুক্তিই তো হয়নি।”

 

এদিকে, হঠাৎ করেই বড়সড় আইনি পদক্ষেপ নিয়েছেন ‘হেরা ফেরি’র আসল প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা। জানা গিয়েছে, তিনি আইনজীবীর মাধ্যমে নোটিস পাঠিয়েছেন অক্ষয় কুমার, সুনীল শেঠি, পরেশ রাওয়াল এবং পরিচালক প্রিয়দর্শনকে। সেই নোটিসে স্পষ্ট বলা হয়েছে— হেরা ফেরি সংক্রান্ত কোনও রকম ছবির প্রোমো, প্রচার, বিজ্ঞাপন কিংবা কার্যকলাপে অংশগ্রহণ করা চলবে না। তা না হলে সেটা হবে স্পষ্ট চুক্তিভঙ্গ। আরও দাবি— ‘বাবু ভাইয়া’ সহ সমস্ত চরিত্রের স্বত্ব নাকি একমাত্র নাদিয়াদওয়ালার হাতেই।

 

পরেশ রাওয়ালের ঘনিষ্ঠ সূত্র মারফত জানা গিয়েছে, অভিনেতাকে নাকি অক্ষয় কুমার আশ্বস্ত করেছিলেন— “বিশ্বাস রাখো, আমি আছি। পরে সবই লং-ফর্ম চুক্তিতে লেখা থাকবে।” দীর্ঘ দিনের সম্পর্কের ভরসাতেই পরেশ রাওয়াল সই করেছিলেন চুক্তিপত্রে, কোনও বিশদ চুক্তি বা স্ক্রিপ্ট ছাড়াই।

 

শোনা যাচ্ছে, ছবির প্রমো শ্যুট করা হয়েছিল ‘ভূত বাংলা’র সেটে সামান্য রদবদল করে। যদিও সেটি ২০২৬-এর শুরুর কথা মাথায় রেখেই পরিকল্পনা করা হয়েছিল। পরেশ রাওয়াল নিজেও নাকি প্রস্তাব দিয়েছিলেন, “এ ছবির প্রমো পরের বছর শুট করলে হয় না?” তবে সেই পরিকল্পনার কিছুই আর স্থায়ী হয়নি, কারণ আজও অভিনেতার হাতে নেই কোনও চিত্রনাট্য, নেই কোনও প্রোডাকশন সংক্রান্ত কাগজপত্র।

 

‘বাবু ভাইয়া’র আইনি টিম আরও জানিয়েছে, “পরেশজি বাবু ভাইয়া চরিত্রটির সঙ্গে আবেগের জায়গা থেকে যুক্ত। সেই কারণেই তিনি আগে স্পষ্টতা চেয়েছিলেন। কিন্তু প্রযোজক সংস্থা যখন কোনও চিত্রনাট্য, এমনকী লং-ফর্ম ড্রাফটও দেয়নি, এবং ‘হেরা ফেরি’ ফ্র্যাঞ্চাইজির আদি প্রযোজক নাদিয়াদওয়ালা যখন আইনি আপত্তি জানান, তখন আমাদের মক্কেল নিজে থেকেই টার্ম শিট বাতিল করেন ও সমস্ত টাকা সুদসহ ফেরত দেন।”

 

এই মুহূর্তে ‘হেরা ফেরি ৩’-এর ভবিষ্যৎ ঘন কুয়াশার চাদরে ঢাকা। একদিকে আইনি নোটিস, অন্যদিকে তিক্ততা ও ভুল বোঝাবুঝির পাহাড়। একটাই প্রশ্ন— বাবু ভাইয়া কি আদৌ ফিরবেন পর্দায়, নাকি আইনি লড়াইতেই শেষ হবে এই ক্লাসিক কমেডি ফ্র্যাঞ্চাইজির তৃতীয় অধ্যায়?