সংবাদ সংস্থা মুম্বই: সম্ভবত বছরের সবচেয়ে আলোচিত বলিউডি বিতর্ক—‘হেরা ফেরি ৩’ থেকে পরেশ রাওয়ালের সরে যাওয়া আর তারপর তাঁর নামে অক্ষয় কুমারের ২৫ কোটি টাকার আইনি নোটিস! তবে সব উত্তাপের পরে অবশেষে শান্তির মনোরম, ফুরফুরে হাওয়া বইল। সোজা কথায়, পরেশ রাওয়াল ফিরলেন ‘হেরা ফেরি ৩’-এর টিমে! এবং এই খবরের সত্যতার সিলমোহর এসেছে সরাসরি পরেশ রাওয়ালের মুখ থেকেই।
“কোনও বিতর্ক তো ছিল না”—স্পষ্ট করলেন পরেশ। সম্প্রতি একটি পডকাস্টে এই প্রসঙ্গে প্রশ্ন উঠতেই পরেশ বলেন—“এটা বিতর্ক নয়। যখন দর্শক কোনও কিছু এত ভালবাসে, তখন আমাদের দ্বিগুণ দায়িত্ব নিয়ে কাজ করতে হয়। আমরা দর্শকদের কাছ থেকে ভালবাসা পেয়েছি, কাজটা হালকাভাবে নেওয়া যায় না।”তিনি আরও বলেন—“আমি চেয়েছিলাম সবাই একসঙ্গে পরিশ্রম করুক। আর কিছু না। এখন সব ঠিক হয়ে গেছে।”

এর আগে অক্ষয় কুমারের প্রযোজনা সংস্থা ‘কেপ অফ গুড ফিল্মস’ ২৫ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করে আইনি নোটিশ পাঠিয়েছিল পরেশ রাওয়ালকে।জানা গিয়েছিল, ১১ লক্ষ টাকার সাইনিং অ্যামাউন্ট তিনি ফেরত দিয়েছেন ১৫% সুদ-সহ এবং অতিরিক্ত কিছু টাকা। তবে শেষমেশ জিতল সেই বন্ধুত্ব! পরেশ হাসতে হাসতেই বলেন— “সবাই তো সৃষ্টিশীল মানুষ—অক্ষয়, সুনীল, প্রিয়দর্শন। সবাই বহু বছরের বন্ধু। একটু ফাইন টিউন করতে হয়েছিল শুধু!”
‘হাউসফুল ৫’ ছবির এক প্রচার অনুষ্ঠানে এক সাংবাদিক যখন বলেন যে বহু অনুরাগী মনে করেন হের ফেরি ৩ নিয়ে যা সিদ্ধান্ত পরেশ রাওয়াল নিয়েছেন তা পুরোপুরি বোকামো, সেকথা শোনামাত্রই অক্ষয় সোজাসুজি বলেন—“৩২ বছর ধরে ওঁর সঙ্গে কাজ করছি। 'বোকামো' শব্দ ব্যবহার করাটা সম্মানজনক নয়। উনি দারুণ অভিনেতা, আমি ওঁকে শ্রদ্ধা করি।”
এখন বলিউড জুড়ে প্রশ্ন— হাসির রাজা ফিরছে কবে? ‘হেরা ফেরি ৩’ কি এবার বাবুরাও-রাজু-শ্যামকে নিয়ে নতুন উদ্যমে জলদি শুরু হবে?
